মধুমিতাকে আদুরে ভালোবাসা প্রেমিক দেবমাল্যর।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১১:৩৯

ছবি: সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী মধুমিতা সরকার এবং প্রেমিক দেবমাল্য চক্রবর্তী প্রেমের এক বছর পূর্তির উদযাপন করেছেন। গত বছর দুর্গাপুজোর আগে মধুমিতা তাদের সম্পর্ক প্রকাশ্যে আনে এবং তখনই জানিয়েছিলেন, চলতি বছরই দেবমাল্যর সঙ্গে তিনি সাত পাকে বাঁধা পড়বেন। সেই অনুযায়ী বিয়ের প্রস্তুতিও শুরু হয়েছে।

সোমবার মধ্যরাতে দেবমাল্য চক্রবর্তী ইনস্টাগ্রামে মধুমিতার সঙ্গে তোলা দুটি সুন্দর ছবি পোস্ট করেন। ছবির ক্যাপশনে তিনি লিখেছেন:

“নির্ভেজাল উন্মাদনা, অদ্ভুত শান্তি এবং অসীম ভালোবাসা।”

মধুমিতা এই পোস্টের জবাবে কমেন্টে লিখেছেন:

“হ্যাপি অ্যানিভার্সারি বেবি।”

তাদের এই মুহূর্ত সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং ভক্ত-অনুরাগীদের শুভেচ্ছায় ভরে ওঠে কমেন্ট বক্স। একজন নেটিজেন লিখেছেন:

“হ্যাপি ফার্স্ট অ্যানিভার্সারি। তোমাদের জীবনে আরও অনেক সুখ ও ভালোবাসা আসুক। সারাজীবন একসাথে থাকো।”

প্রেমের এক বছরে সম্পর্কের পরিপক্কতা, বিশ্বাস ও ভালোবাসার ছোঁয়া স্পষ্টভাবে দেখা গেছে। সামনে তাদের বিয়ে—তাই এই অ্যানিভার্সারি আরও বিশেষ হয়ে উঠেছে ভক্তদের কাছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top