দুুর্ঘটনার কবলে বরুণ ধাওয়ান।
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১২:১৩

বলিউড তারকা বরুণ ধাওয়ান আবারও প্রমাণ করলেন, তিনি পর্দার নায়কই নন, বাস্তব জীবনেও দায়িত্বশীল মানুষ। সম্প্রতি মুম্বাইয়ের রাস্তায় বরুণের গাড়ি এক পথচারীকে ধাক্কা দেয়। তবে অভিনেতার সংযত আচরণ এবং উপস্থিত বুদ্ধিয় পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে আসে।
ভারতীয় সংবাদমাধ্যম জানায়, বরুণ এই সময় জিমের পোশাকে বাড়ি থেকে বের হচ্ছিলেন। গাড়িচালকের অসাবধানতাবশত পথচারীকে ধাক্কা লাগলে ক্ষুব্ধ ব্যক্তি বচসায় জড়িয়ে পড়েন। ঘটনার জেরে বরুণ গাড়ি থেকে নেমে উভয় পক্ষকে শান্ত করার চেষ্টা করেন। পরে ট্র্যাফিক পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং তদন্তের পর বরুণের গাড়িকে ছাড় দেয়।
ঘটনার পর নেটিজেনরা বরুণের আচরণকে প্রশংসার খণ্ডনাহীন উদাহরণ হিসেবে উল্লেখ করেছেন। কেউ লিখেছেন, ‘‘সত্যিকারের তারকার মতো আচরণ করেছেন বরুণ,’’ কেউ বলেছেন, ‘‘সংকটের সময়ে নিজেই এগিয়ে এসে পরিস্থিতি সামাল দেওয়াই আসল তারকার পরিচয়।’’
সোশ্যাল মিডিয়ায় বলিউডের ভক্ত ও সহকর্মীরাও তাঁর শান্ত, সংযত ব্যবহারের ভূয়সী প্রশংসা করেছেন।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।