সৃজিতের সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন মিথিলা।
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৩:০৯

জনপ্রিয় অভিনেত্রী ড. রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই ক্যারিয়ার এবং ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রে থাকেন। তাহসান রহমান খানের সঙ্গে ১১ বছরের বৈবাহিক জীবনের ইতি টানার পর তিনি নতুন জীবন শুরু করেছেন ওপার বাংলার খ্যাতিমান পরিচালক সৃজিত মুখার্জির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে।
সম্প্রতি তাদের দাম্পত্য জীবনকে ঘিরে জোর গুঞ্জন শুরু হয়েছে। বিশেষ করে এক ছাদের নিচে না থাকা, সামাজিক যোগাযোগমাধ্যমে দূরত্ব, এবং মিথিলার দীর্ঘদিন কলকাতায় না যাওয়া এই সব বিষয়েই মানুষের কৌতূহল বৃদ্ধি পেয়েছে।
এই গুঞ্জনের মধ্যেই মিথিলা একটি পডকাস্টে অংশগ্রহণ করেন। তিনি বলেন, “২৪ জুলাইয়ের পর থেকে আমি কলকাতায় যাইনি। আমার ভিসা নেই।”
পডকাস্টের সঞ্চালক সরাসরি জানতে চেয়েছিলেন— সৃজিত এখনো তার স্বামী কি না। মিথিলা কিছুটা ধোঁয়াশা রেখে বলেন, “এটা তো যারা বলছে তারা বলছে, আমি কিছুই বলবো না।” তবে পুনরায় একই প্রশ্নে হেসে তিনি জানান, “হ্যাঁ, পাসপোর্টে তার নামটিও রয়েছে।”
এতে বোঝা যাচ্ছে, যদিও তারা হয়তো শারীরিকভাবে দূরে আছেন, বৈবাহিক সম্পর্ক অটুটই রয়েছে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।