দেশের চলচিত্র আমাকে ব্যবহার করতে পারেনি: বাপ্পি চৌধুরী
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৩০ সেপ্টেম্বর ২০২৫, ১৬:০৯

ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পী চৌধুরী বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন। এ কারণে অনেকেই ধারণা করছেন, তিনি নাকি আর দেশে ফিরবেন না এবং সেখানে স্থায়ী হওয়ার পরিকল্পনা করছেন। তবে এসব গুঞ্জনকে ভিত্তিহীন দাবি করেছেন এই নায়ক।
বাপ্পী স্পষ্ট জানালেন, “যুক্তরাষ্ট্রে আসার পর থেকেই অনেকে বলছেন আমি স্থায়ী হতে এসেছি। এটা সত্য না। পারিবারিক ব্যবসায়িক কাজেই এখানে এসেছি। আগামী মাসেই দেশে ফিরবো।”
বিদেশে স্থায়ী হওয়ার কোনো ইচ্ছা নেই বলে উল্লেখ করে তিনি আরও বলেন, “অনেক সংবাদ দেখেছি যে আমি নাকি আর দেশে ফিরবো না। দেশে ফিরলেই সব মিটে যাবে।”
সিনেমায় নিজের অবস্থান প্রসঙ্গে বাপ্পী জানান, “অনেকদিন নতুন সিনেমায় আমাকে দেখা যায়নি, এটা সত্য। বাংলাদেশের চলচ্চিত্র আমাকে ঠিকমতো ব্যবহার করতে পারেনি। আমার অনেক কিছু দেওয়ার আছে সিনেমাকে।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।