বৃহঃস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৫ ফাল্গুন ১৪৩১

ফেমিনা মিস ইন্ডিইয়ার খেতাব জিতলেন মনসা বারানসি

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১১ ফেব্রুয়ারী ২০২১, ২২:২৯

ফেমিনা মিস ইন্ডিইয়ার খেতাব জয়ী মনসা বারানসি

ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০-এর মুকুট মাথায় উঠল ভারতের তেলেঙ্গানার প্রকৌশলী মনসা বারানসির মাথায়। বুধবার রাতে এ আয়োজনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

ভিএলসিসি ফেমিনা মিস গ্রান্ড ইন্ডিয়া ২০২০ হয়েছেন হরিয়ানার মনিকা শিওকান্দ এবং ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০-এ রানারআপ হয়েছেন উত্তর প্রদেশের মান্য সিং।আয়োজনের জুরি প্যানেলে ছিলেন নেহা ধুপিয়া, চিত্রাঙ্গদা সিং, পুলকিত সম্রাট এবং বিখ্যাত ডিজাইনার ফাল্গুনী ও শেন পিকক। এ সুন্দরী প্রতিযোগিতার প্রারম্ভিক অংশ পরিচালনা করেন মিস ওয়ার্ল্ড এশিয়া ২০১৯ সুমন রাও।

ভিএলসিসি ফেমিনা মিস ইন্ডিয়া ২০২০ প্রতিযোগিতার সহযোগিতায় ছিল সেফোরা ও রোপোসো। আগামী ২৮ ফেব্রুয়ারি কালার্স টিভি চ্যানেলে প্রতিযোগিতার গ্র্যান্ড ফিনালে সম্প্রচার হবে।

এন এফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top