দেশীয় শিল্পীদের নিয়ে বিস্ফোরক মন্তব্য সেমন্তীর
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১১:৩২

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী ও মডেল সেমন্তী সৌমি দেশীয় তারকাদের মূল্যায়ন নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি সরাসরি প্রশ্ন তোলেন, বাংলাদেশের তারকারা কি আদৌ যথাযথ সম্মান ও স্বীকৃতি পাচ্ছেন?
সেমন্তীর মতে, দেশের বাইরে বাংলাদেশের শিল্পীরা যেভাবে অবহেলিত হন, তার বিপরীতে বিদেশি তারকারা পান বিশেষ মনোযোগ ও আতিথেয়তা। এই বিষয়ে হতাশা প্রকাশ করে তিনি বলেন, “বাংলাদেশের শিল্পীদের আসলে ঐভাবে মূল্যায়ন করা হয় না।”
পাকিস্তানি জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির-এর উদাহরণ টেনে সেমন্তী বলেন, “আমরা যখন একটা বাইরের কান্ট্রিতে যাই, হানিয়া আমিরকে যেভাবে প্রায়োরিটি দিলাম বা যতটুকু আতিথেয়তা করলাম, মূল্যায়ন দিলাম—সেটা দেশের শিল্পীরা পায় না। যদি টিকিট সিস্টেম থাকত, তাহলে মনে হয় সেখানে হানিয়া আমিরের জন্য বিশাল ভিড় হতো।”
শুধু একজন তারকার ক্ষেত্রেই এ ধরনের সাড়া মেলে বলে মন্তব্য করেন সেমন্তী। তার ভাষ্যে, “আমাদের কাছে একজন শাকিব খান আছে। সে যখন দেশের বাইরে যায়, এখন তাকে নিয়ে মানুষ উপচে পড়ে। বাট আগে কিন্তু এই জিনিসগুলো ছিল না।”
তবে শাকিব খানকে ব্যতিক্রম হিসেবে স্বীকৃতি দিলেও, অন্য দেশি তারকাদের জনপ্রিয়তা নিয়ে সন্দেহ প্রকাশ করেন তিনি। সোজাসাপটা প্রশ্ন ছুড়ে দিয়ে সেমন্তী বলেন, “শাকিব খান ছাড়া আর কেউ গেলে কি এরকম কোনোদিন উপচে পড়া ভিড় হবে? এরকম হানিয়া আমিরের মতো ভিড়, সেটা তো হবে না।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।