'আমি কারো টাকায় ঘুরি না': প্রভা
নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১২:৩০

বিনোদন জগতে তারকাদের নিয়ে নানা জল্পনা-কল্পনা নতুন কিছু নয়। বিশেষ করে সোশ্যাল মিডিয়ায় কোনো ছবি বা ভিডিও প্রকাশ পেলেই শুরু হয় নানা রকম আলোচনা, যার মধ্যে নেতিবাচক মন্তব্যও থাকে প্রচুর। সম্প্রতি অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা তাঁর ভ্রমণের কিছু রিলস ভিডিও শেয়ার করলে সেসব ঘিরেও শুরু হয় বিতর্ক।
নেটিজেনদের একটি অংশ প্রশ্ন তোলে— ‘প্রভার আয়ের উৎস কী?’, বা ‘তিনি কীভাবে এত ঘুরতে যান?’ এমন মন্তব্যে বিরক্ত না হয়ে বরং স্পষ্ট ভাষায় জবাব দিলেন এই জনপ্রিয় অভিনেত্রী।
এক সাম্প্রতিক সাক্ষাৎকারে প্রভা বলেন, তিনি এখন সোশ্যাল মিডিয়ায় একটি পেজে নিয়মিত ভ্রমণ সংক্রান্ত ভিডিও শেয়ার করেন। সেই সূত্র ধরেই অনেকেই এসব প্রশ্ন করছেন। প্রভা বলেন,
“আপনারা হয়তো জানেন না আমার ফ্যামিলি সম্পর্কে। আসলে আমি একটু কম্পারেটিভলি ব্লেসড, কারণ আমার প্যারেন্টস দুইজনই ওয়ার্কিং। তাদের উচ্চ শিক্ষাগত যোগ্যতার কারণে ছোটবেলা থেকেই তারা আমাকে ঘুরতে নিয়ে যেতে ভালোবাসতেন।”
তিনি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন,
“মা-বাবা অনেক ঘুরতে নিয়ে গিয়েছেন— আলহামদুলিল্লাহ।”
নেতিবাচক মন্তব্যকারীদের উদ্দেশে প্রভা বলেন,
“মানুষের ফ্রাস্ট্রেশন থেকেই এসব আসে। কোনো অ্যাচিভমেন্টকেই তারা ভালোভাবে অ্যাপ্রিশিয়েট করতে পারে না।”
তাঁর মতে, এই ধরনের মানসিকতা শুধু গ্ল্যামার ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই নয়, অন্যান্য ক্ষেত্রেও দেখা যায়।
“আমার বাবা-মায়ের পরিচয়ে আমি আরও বেশি করে দেখাবো যাতে করে ওদের মনে না হয় যে, কারও টাকায় আমি ঘুরতে যাই,” — স্পষ্ট ভাষায় মন্তব্য করেন এই অভিনেত্রী।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।