সৃজিত কি বান্ধুবী সুস্মিতার প্রেমে মজেছেন?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১২:৩২

টালিউডের জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি ও বাংলাদেশের অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলার সম্পর্ক নিয়ে দীর্ঘদিন ধরেই চলছিল গুঞ্জন। তবে সম্প্রতি সেই গুঞ্জন যেন আরও জোরালো হয়েছে অভিনেত্রী সুস্মিতা চট্টোপাধ্যায়ের সঙ্গে সৃজিতের একাধিক ঘনিষ্ঠ মুহূর্ত সামনে আসার পর।
সম্প্রতি পুরী ভ্রমণে তাদের একসঙ্গে দেখা গেছে। তাদের তোলা সেলফি ছড়িয়ে পড়ে সামাজিক মাধ্যমে। শুরু হয় আলোচনা— তবে কি সৃজিত ‘ডাইভার্ট’ হচ্ছেন? এরপর একাধিকবার একসঙ্গে ঘুরতে দেখা যায় সৃজিত ও সুস্মিতাকে। যদিও শুরুতে বিষয়টিকে অনেকেই হালকা করে দেখলেও, সময়ের সঙ্গে সেই সম্পর্কের জল্পনা যেন আরও দৃঢ়তা পাচ্ছে।
সোমবার (২৯ সেপ্টেম্বর) ছিল বাঙালি হিন্দু সম্প্রদায়ের অন্যতম বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজার মহাসপ্তমী। এই বিশেষ দিনেও সৃজিত ও সুস্মিতাকে একসঙ্গে সময় কাটাতে দেখা গেছে, যা নিয়ে ফের গুঞ্জনের আগুনে ঘি পড়েছে।
কিছুদিন আগে অনিরুদ্ধ রায়চৌধুরী পরিচালিত ‘ডিয়ার মা’ সিনেমার প্রিমিয়ারে একসঙ্গে হাজির হয়েছিলেন তারা। সেখানে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে সুস্মিতা লাজুক হেসে বলেন, “আমরা খুব ভালো বন্ধু। এর থেকে বেশি কিছু বলতে পারব না। যে যা ভাবছে ভাবুক।”
একই প্রশ্ন করা হয় পরিচালক সৃজিতকেও। উত্তরে তিনি মজার ছলে বলেন, “একটা সেলফি নিয়ে এত জল্পনা-কল্পনা! আমরা তো ২০২৫-এ বাস করছি! রিল্যাক্স গাইজ, রিল্যাক্স।”
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।