পূজায় অংশ নিতেই কলকাতা থেকে বাংলাদেশে জয়া আহসান
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১২:৩৩

জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান প্রতিবছরের মতো এবারও দুর্গাপূজা উদযাপন করেছেন দুই বাংলায়। বছরজুড়েই ঢাকা ও কলকাতার মধ্যে তার যাতায়াত লেগেই থাকে। এবার পূজার শুরুটা করেছেন কলকাতায়, আর নবমীর সকালেই ফিরেছেন নিজের দেশ বাংলাদেশে।
কলকাতায় এবারের পূজা কেমন কেটেছে— সেই প্রসঙ্গে ভারতীয় গণমাধ্যমকে জয়া বলেন, "দারুণ লাগছে। রাত জেগে ঠাকুর দেখা, ভোগ খাওয়া, বন্ধুদের সঙ্গে আড্ডা— সবই হয়েছে। সঙ্গে আবার পূজা পরিক্রমাও ছিল।"
দুই দেশের পূজোর মধ্যে পার্থক্য নিয়ে জয়া বলেন, "হ্যাঁ, সে তো একটু আছেই। বাংলাদেশেও বড় করে পূজা হয়, খাওয়া-দাওয়ার বিষয়ও থাকে। তবে কলকাতার মতো নয়। কলকাতার পূজার ব্যাপারটাই আলাদা।"
যদিও কলকাতার পূজার প্রতি গভীর টান রয়েছে তার, তবু জন্মভূমির নাড়ির টানেই নবমীর সকালে দ্রুত দেশে ফিরে এসেছেন জয়া। জানা গেছে, ঢাকায় যে কম্পাউন্ডে তিনি থাকেন, সেখানে বিশাল আয়োজনে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়। বড় মণ্ডপ তৈরি হয়, আর প্রতিমা দেখতে ভিড় করেন অসংখ্য মানুষ। সেই পূজামণ্ডপেই অংশ নিতে কলকাতা থেকে তড়িঘড়ি দেশে ফিরেছেন তিনি।
দুই বাংলার পূজাকে ঘিরে জয়ার আবেগই যেন প্রমাণ করে, তার হৃদয়ে স্থান রয়েছে দুই দেশেই। পূজায় এমন আন্তরিক অংশগ্রহণে মুগ্ধ তার ভক্তরাও।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।