মুখার্জি বাড়ির পূজায় প্রিয়াঙ্কা চোপড়া
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৩:২০

হলিউডের ব্যস্ত সময়সূচি আর যুক্তরাষ্ট্রে সংসার জীবনের ব্যস্ততার মাঝে এবারের শারদোৎসবে ঘটল এক চরম চমক। বলিউডের ‘দেশি গার্ল’ খ্যাত অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া হঠাৎই উপস্থিত হলেন রানি মুখার্জি ও কাজল মুখার্জিদের পারিবারিক দুর্গাপূজার অনুষ্ঠানে।
নীল ও রুপালি জরির ঝলমলে সালোয়ারে সেজে অপরূপা প্রিয়াঙ্কা মঞ্চে উঠেই প্রতিমার দর্শন করেন। উপস্থিত ভক্তদের উদ্দেশে হাসিমুখে পোজ দেন ক্যামেরার সামনে। মুহূর্তেই তিনি জয় করে নেন উপস্থিত ভক্তদের হৃদয়।
ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, পূজা মণ্ডপে প্রিয়াঙ্কার সঙ্গে সাক্ষাৎ হয় মুখার্জি পরিবারের ছেলে ও পরিচালক অয়ন মুখোপাধ্যায়ের। তবে পূজায় উপস্থিত ছিলেন না রানি মুখার্জি বা কাজল, যার ফলে অনেকেই কিছুটা বিস্মিত হলেও প্রিয়াঙ্কার উপস্থিতিই হয়ে ওঠে মূল আকর্ষণ।
উল্লেখ্য, বর্তমানে প্রিয়াঙ্কা ব্যস্ত রয়েছেন এস এস রাজামৌলির পরিচালনায় নির্মিতব্য বহুল প্রতীক্ষিত সিনেমা ‘এসএস এমবি ২৯’-এর কাজে। ছবির একটি বড় অংশের শুটিং ইতোমধ্যে শেষ হয়েছে কেনিয়ার মনোমুগ্ধকর লোকেশনে। সব কিছু পরিকল্পনা অনুযায়ী চললে, এই চলচ্চিত্র মুক্তি পাবে ২০২৭ সালে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।