ভালো কিছু সহজে আসে না: ভাবনা

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ১ অক্টোবর ২০২৫, ১৪:২৩

ভালো কিছু সহজে আসে না: ভাবনা।

অভিনেত্রী আশনা হাবিব ভাবনা শুধু অভিনয়ের মুন্সিয়ানাতেই নয়, জীবনবোধ ও ইতিবাচক দৃষ্টিভঙ্গির মাধ্যমেও ভক্তদের মাঝে আলাদা একটি জায়গা করে নিয়েছেন। ছোট পর্দা থেকে বড় পর্দা, মঞ্চনাটক থেকে ওয়েব কনটেন্ট—সব মাধ্যমেই নিজেকে প্রমাণ করেছেন তিনি। বিশেষ করে তাঁর অভিনয়যাত্রার সূচনা ঘটে প্রথম নাটক ‘নট আউট’-এর মাধ্যমে, যেখান থেকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি এই প্রতিভাবান অভিনেত্রীকে।

‎সামাজিক যোগাযোগমাধ্যমেও বেশ সক্রিয় ভাবনা। সম্প্রতি নিজের ফেসবুক বা ইনস্টাগ্রাম প্রোফাইলে একটি অনুপ্রেরণামূলক পোস্ট দিয়ে আবারও মন জয় করেছেন নেটিজেনদের। সেখানে তিনি তার ব্যক্তিগত জীবনদর্শন, সংগ্রাম এবং শেখার অভিজ্ঞতা নিয়ে কথা বলেছেন, যা ইতোমধ্যেই ভাইরাল হয়ে গেছে।

‎পোস্টে ভাবনা লেখেন,“আমি বুঝতে শিখছি যে প্রতিটি সংগ্রামের মধ্যেই কিছু শেখার আছে। কখনও কখনও, এটি আপনাকে এমন শিক্ষা দেয় যা আপনার লক্ষ্যে পৌঁছাতে সাহায্য করতে পারে। এটি আপনাকে শক্তিশালী হওয়ার কারণ যোগায়।” তিনি আরও লেখেন, “ভালো কিছু সহজে আসে না; বেশিরভাগ সময়েই, আপনার জীবনে ভালো কিছু ঘটার আগে আপনাকে সংগ্রাম করতে হয়। নিজেকে এই কথা মনে করিয়ে দেওয়া খুবই গুরুত্বপূর্ণ যে সংগ্রাম করা মানেই ব্যর্থ হওয়া নয়।”

‎ ভাবনা সবাইকে আশার বার্তা দিয়ে লেখেন,“এই মুহূর্তে হয়তো আপনি আপনার সব অভিজ্ঞতার জন্য খুব হতাশ বোধ করছেন, কিন্তু তাতে কোনো সমস্যা নেই। আপনি যা কিছুর মধ্যে দিয়ে গিয়েছেন, তা সবই একদিন আপনাকে একটা না একটা শিক্ষা দেবে।”

‎এই পোস্টে ইতোমধ্যে হাজারেরও বেশি লাইক, শেয়ার ও মন্তব্য জমা পড়েছে। অনেকেই মন্তব্যে লিখেছেন, "ভাবনার লেখা অনেক সাহস জোগায়", "মন ছুঁয়ে যাওয়া কথা", কিংবা "এই সময়ের জন্য একদম দরকারি বার্তা"।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top