মেহেরপুরে জেমসের কনসার্ট স্থগিত, রাজনৈতিক চাপের অভিযোগ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ২ অক্টোবর ২০২৫, ১৪:৪০

ছবি: সংগৃহীত

মেহেরপুরে জনপ্রিয় শিল্পী জেমসের সঙ্গীতানুষ্ঠান স্থগিত করা হয়েছে প্রশাসনের অনুমতি না পাওয়ায়। আয়োজক ‘সূর্য ক্লাব’ ফেসবুক স্ট্যাটাসে এ তথ্য নিশ্চিত করেছে। তারা জানায়, ২৫ সেপ্টেম্বর থেকে কনসার্টের সব কার্যক্রম বন্ধ রয়েছে।

 

জেমসের ব্যক্তিগত সহকারী রবিন ঠাকুর বলেন, “প্রশাসন কেন অনুমতি দেয়নি আমরা জানি না। এ বিষয়ে আয়োজকদের সঙ্গে কথা বলতে হবে।”

 

রাজনৈতিক চাপের অভিযোগ

ক্লাবের সভাপতি নাহিদ মাহবুব সানী ও সাধারণ সম্পাদক নাসিম রানা বাঁধনের দাবি, স্থানীয় রাজনৈতিক চাপের কারণেই কনসার্টের অনুমতি দেওয়া হয়নি। তাদের অভিযোগ, জেলা বিএনপির একটি অংশ, এনসিপি ও জামায়াতে ইসলামীর আপত্তির মুখে প্রশাসন পিছিয়ে গেছে।

 

বাঁধন জানান, শুরুতে জেলা প্রশাসক ও পুলিশ সুপার অনুষ্ঠান আয়োজনের আশ্বাস দিলেও পরবর্তীতে ভেন্যু নিয়ে বিতর্ক দেখা দেয়। জেলা স্টেডিয়ামে কনসার্ট করার সিদ্ধান্তের পর কয়েকজন খেলোয়াড়কে উসকে দিয়ে সামাজিক মাধ্যমে বিরোধিতা শুরু হয়।

 

তিনি অভিযোগ করেন, এর পেছনে ছিলেন এনসিপির কয়েকজন নেতা এবং তাদের সঙ্গে যোগসাজশ রয়েছে বিএনপি নেতা মারুফ আহমেদ বিজনের। বাঁধনের দাবি, “বিজন সাহেব আকার ইঙ্গিতে বুঝিয়েছিলেন তাকে প্রধান অতিথি করলে কোনো বাধা আসবে না। কিন্তু আমরা একটি অরাজনৈতিক সংগঠন, তাই রাজনৈতিক ব্যক্তিকে অতিথি করতে চাইনি।”

 

অভিযোগ অস্বীকার

অভিযোগ নাকচ করেছেন বিএনপি নেতা মারুফ আহমেদ বিজন। তিনি বলেন, “আমি এসব বিষয়ে জড়িত নই। নির্বাচন নিয়ে ব্যস্ত আছি। জেমস এলো না কে এলো, তাতে আমার মাথাব্যথা নেই।”

 

একইভাবে অভিযোগ অস্বীকার করেছেন মেহেরপুর এনসিপির জেলা সমন্বয়কারী অ্যাডভোকেট শাকিল আহমেদ। তিনি বলেন, “এটা সম্পূর্ণ বিভ্রান্তিকর ও ভিত্তিহীন। জেমসের কনসার্ট আয়োজন করবে আয়োজক ও প্রশাসন—এতে আমাদের কোনো সম্পৃক্ততা নেই।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top