মৌ কে দেখে পালিয়ে যায় পরীমনি।
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১০:৩৪

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা পরীমণি বরাবরই ব্যক্তিজীবন নিয়ে আলোচনায় থাকেন। অভিনয়ের বাইরেও তার জীবনের নানা দিক ভক্তদের আগ্রহের কেন্দ্রে। এবার মাছরাঙা টেলিভিশনের জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকে’-তে অংশ নিয়ে শোনালেন নিজের জীবনের কিছু অজানা অধ্যায়ের কথা।
প্রায় ১০০ মিনিটের দীর্ঘ এই পর্বে ছোটবেলার এক মজার অভিজ্ঞতার কথা শেয়ার করেন পরীমণি। জানান, একসময় নাচ শেখার আগ্রহ থেকে একটি স্কুলে ভর্তি হয়েছিলেন তিনি। সেখানেই প্রথমবারের মতো সামনে থেকে দেখেন দেশের খ্যাতিমান নৃত্যশিল্পী সাদিয়া ইসলাম মৌ-কে। কিন্তু মুগ্ধতা এতটাই তীব্র ছিল যে, ভয়ে ও লজ্জায় ক্লাস ছেড়ে সোজা পালিয়ে যান ছোট্ট পরী! এরপর আর কখনও সেখানে ফিরে যাননি।
পডকাস্টে খোলামেলা আলাপে পরীমণি বলেন, বর্তমানে তিনি অনেক বেশি ভেবেচিন্তে কাজ করছেন, যা আগে করতেন না। জীবনের এই পরিবর্তনের পেছনে মূল প্রেরণা তার দুই সন্তান পুন্য ও প্রিয়ম। সন্তানদের ভবিষ্যতের কথা ভেবে এখন তিনি নিয়মিত সঞ্চয় করেন, যদিও এক সময় সঞ্চয়ের কোনো অভ্যাসই ছিল না তার।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।