নেটিজেনদের বাজে মন্তব্যে ক্ষুব্ধ মেহজাবীন
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১০:৪৯

পর্দার জনপ্রিয় ও প্রশংসিত অভিনেত্রী মেহজাবীন চৌধুরী এবার সামাজিক মাধ্যমে নেতিবাচক মন্তব্য ও অশালীন আচরণের বিরুদ্ধে সরব হয়েছেন। প্রায়ই সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের পছন্দের মুহূর্ত ও ভাবনা শেয়ার করলেও এবার তিনি এক ফেসবুক পোস্টে স্পষ্ট ভাষায় ক্ষোভ প্রকাশ করেছেন কিছু নেটিজেনের আচরণ নিয়ে।
শুক্রবার (৪ অক্টোবর) বিকেলে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া পোস্টে মেহজাবীন লিখেন,
“কারও পোস্টে বাজে মন্তব্য করা, স্ল্যাং ব্যবহার করা, অথবা ভুয়া প্রোফাইল দিয়ে কথা বলা আপনাকে সাহসী করে তোলে না। বরং এটা আপনার নীচ মানসিকতাকে প্রকাশ করে এবং আপনি আসলে কেমন মানুষ সেটাই দেখায়।”
তিনি আরও প্রশ্ন ছুড়ে দেন—
“এত ঘৃণা আর অপরাধবোধ নিয়ে কীভাবে রাতে ঘুমাতে যান?”
তবে কোন ঘটনার প্রেক্ষিতে এই পোস্ট দিয়েছেন তা স্পষ্ট করেননি অভিনেত্রী। পোস্টটিতে মন্তব্য করার অপশন বন্ধ থাকলেও অনেক ভক্ত-অনুরাগী শেয়ার ও প্রতিক্রিয়ার মাধ্যমে তার অবস্থানকে সমর্থন জানিয়েছেন।
উল্লেখ্য, এর আগেও কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার ও ডিপফেইক ভিডিওর মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে সোচ্চার হয়েছিলেন মেহজাবীন। এবার তিনি মুখ খুললেন অনলাইন হ্যারাসমেন্ট ও ভাষাগত অবমাননার বিরুদ্ধে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।