'সাবা' দেখে কাঁদলেন তিশা, নাবিলা বললেন, পরীক্ষিত অভিনেত্রী।

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১২:২৭

ছবি: সংগৃহীত

মাকসুদ হোসাইন পরিচালিত নতুন চলচ্চিত্র ‘সাবা’ গত ২৬ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে। সিনেমার প্রধান চরিত্রে অভিনয় করে দর্শক ও সহশিল্পীদের মন জয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী

ছবিটি মুক্তির পর থেকে মেহজাবীনের অভিনয় প্রশংসার কেন্দ্রবিন্দুতে রয়েছে। সহঅভিনেত্রী নুসরাত ইমরোজ তিশা নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে ‘সাবা’র একটি আবেগময় দৃশ্যের স্ক্রিনশট শেয়ার করে লিখেছেন,

“ওয়ান্ট টু কিপ হার অ্যালাইভ”
এই লাইনটি আমাকে আমার নিজের মায়ের কথা মনে করিয়ে দিল। ভীষণ শক্তিশালী ও প্রভাবশালী চলচ্চিত্র। মেহজাবীনের অসাধারণ অভিনয় আমাকে মুগ্ধ করেছে, কাঁদিয়েছে। ধন্যবাদ এমন একটি ছবি উপহার দেওয়ার জন্য।

অভিনেতা আফরান নিশো বলেন,

“মেহজাবীনের গ্রোথটা আমি কাছ থেকে দেখেছি। বড় পর্দায় তার একাগ্রতা দারুণ। গল্পটা খুব মানবিক, মন ছুঁয়ে গেছে।”

অন্যদিকে মাসুমা রহমান নাবিলাআশনা হাবিব ভাবনা মেহজাবীনের অভিনয়কে দশে দশ দিয়েছেন। নাবিলা বলেন,

“সে প্রতিটি চরিত্রে নিজেকে নতুনভাবে উপস্থাপন করে। আমাদের সময়ের সেরা অভিনেত্রী। ক্যারিয়ার নিয়ে ওর পরিষ্কার পরিকল্পনা আছে।”

ভাবনা যোগ করেন,

“মেহজাবীনকে আমি দশে দশ দেব। তার অভিনয় এতটাই সত্যি আর স্পর্শকাতর ছিল, মনে হচ্ছিল পর্দার ওই মানুষটাই বাস্তব জীবনের কেউ।”

চলচ্চিত্র ‘সাবা’ মুক্তির পর থেকে ইতোমধ্যেই দর্শক ও সমালোচকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে, এবং মেহজাবীনের অভিনয় তার জনপ্রিয়তাকে আরও দৃঢ় করেছে।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top