প্রেমিকের সাথে বাগদাদ সারলেন রাশমিকা, তবে বিয়ে কবে?
ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১২:২৮

দক্ষিণী সিনেমাপ্রেমীদের জন্য এল খুশির খবর। জনপ্রিয় দক্ষিণী অভিনেত্রী রাশমিকা মান্দানা অবশেষে বাগদান সারলেন বহু চর্চিত প্রেমিক, অভিনেতা বিজয় দেবেরাকোন্ডার সঙ্গে।
গত শুক্রবার সন্ধ্যায়, ঘনিষ্ঠ আত্মীয় ও বন্ধুদের উপস্থিতিতে এই ব্যক্তিগত আয়োজনটি সম্পন্ন হয়। ভারতীয় একাধিক গণমাধ্যম সূত্রে জানা গেছে, অনুষ্ঠানটি ছিল সম্পূর্ণ ব্যক্তিগত এবং গোপন। ফলে বাগদানের কোনো ছবি বা ভিডিও এখনো প্রকাশ্যে আসেনি।
ভক্তরা ইতিমধ্যেই অধীর আগ্রহে রয়েছেন রাশমিকা ও বিজয়ের পক্ষ থেকে আনুষ্ঠানিক ঘোষণার অপেক্ষায়। তবে যা খবর, তাতে আগামী ২০২৬ সালের ফেব্রুয়ারিতেই এই জনপ্রিয় জুটি বিবাহবন্ধনে আবদ্ধ হতে পারেন। যদিও এখনো পর্যন্ত বিয়ের নির্দিষ্ট দিনক্ষণ বা স্থান সম্পর্কে কিছু জানা যায়নি।
রাশমিকা ও বিজয়ের সম্পর্ক নিয়ে বহুদিন ধরেই চলছিল গুঞ্জন। যদিও তাঁরা কেউই কখনো এই সম্পর্কের কথা প্রকাশ্যে স্বীকার করেননি। তবে তাদের একসঙ্গে বিভিন্ন সময় রেস্তোরাঁয় ডিনার কিংবা ছুটি কাটাতে দেখা গেছে, যা ভক্তদের জল্পনা আরও বাড়িয়ে তোলে।
প্রসঙ্গত, ২০১৮ সালে মুক্তি পাওয়া ‘গীতা গোবিন্দম’ ছবিতে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন রাশমিকা ও বিজয়। এরপর ‘ডিয়ার কমরেড’ ছবিতে তাদের অনস্ক্রিন রসায়ন দেখে অনেকেই মনে করেছিলেন, তাদের বন্ধুত্ব গড়িয়েছে প্রেমে।
বিষয়:
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।