ঢাকাই জামদানীতে সোনম কাপুর

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১২:২৯

ছবি: সংগৃহীত

বলিউড অভিনেত্রী সোনম কাপুর আবারও এসেছেন আলোচনার কেন্দ্রবিন্দুতে। একদিকে শোনা যাচ্ছে, তিনি দ্বিতীয় সন্তানের মা হতে যাচ্ছেন। অন্যদিকে, নিজের ফ্যাশন স্টেটমেন্ট ও ঐতিহ্যবাহী পোশাক নির্বাচনের জন্য আবারও প্রশংসা কুড়িয়েছেন ভক্তদের।

‎সম্প্রতি সামাজিক মাধ্যমে সোনম কাপুর কিছু নতুন ছবি শেয়ার করেছেন, যেখানে তাকে দেখা গেছে সাদা রঙের ঢাকাই জামদানি শাড়ি পরে বিভিন্ন ভঙ্গিমায় পোজ দিতে। কখনো খোলা চুলে, কখনো মাটিতে বসে কিংবা হেলান দিয়ে— প্রতিটি ছবিতেই ফুটে উঠেছে ঐতিহ্য ও আধুনিকতার অপূর্ব মেলবন্ধন। সোনম ক্যাপশনে লেখেন,
‎"বাংলার পুরোনো ঐতিহ্য ঢাকাই জামদানি শাড়িতে; এক সীমাহীন সৌন্দর্য।"
‎এই এক বাক্যেই তিনি যেন তুলে ধরেছেন ঢাকাই জামদানির চিরন্তন সৌন্দর্য ও গুরুত্ব।

‎এই ছবি প্রকাশের পর থেকেই সোনম কাপুর ভাসছেন বাংলাদেশি ভক্তদের প্রশংসায়। অনেকেই বলছেন, সোনম শুধু বলিউডের ফ্যাশন আইকন নন, তিনি একটি ঐতিহ্যবাহী পোশাককে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে তুলে ধরেছেন।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top