নিজের কাজ নিয়ে মুখ খুললেন আরিয়ান খান

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১২:৪১

আরিয়ান খান । ছবি: সংগৃহীত

বলিউড বাদশাহ শাহরুখ খানের পুত্র আরিয়ান খান এবার নিজের পরিচয়ের জানান দিলেন একেবারে ভিন্ন ভঙ্গিতে—পরিচালক হিসেবে। তার প্রথম পরিচালিত ওয়েব সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’ এর মাধ্যমে ইতোমধ্যেই অভাবনীয় সাফল্য অর্জন করেছেন তিনি।

‎নেটফ্লিক্সে মুক্তির মাত্র দুই সপ্তাহের মধ্যেই সিরিজটি ১৪টি দেশে ট্রেন্ডিং-এ উঠে এসেছে, যার মধ্যে ৯টি দেশে এখনো শীর্ষস্থান ধরে রেখেছে এই অ্যাকশন-কমেডি ঘরানার মেটা-স্যাটায়ার।

‎অবশেষে এই সাফল্যের পর নীরবতা ভেঙে নিজের অভিজ্ঞতা ও অনুভূতি প্রকাশ করলেন আরিয়ান। এক ভারতীয় গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, “কাজের সময়টা যখন খুব কঠিন হয়ে উঠত, তখন আমার কানে বাজতো চরিত্র জারাজের একটা সংলাপ, ‘হারনে মে আর হার মাননে মে বহুত ফারক হোতা হ্যায়।’ তখন মনে হতো এটা মোটিভেশন, পরে বুঝলাম সেটা ছিল শুধু ঘুম না হওয়ার ক্লান্তি। তবু এই ভিশনটাই আমাকে ধরে রেখেছিল।”

‎তিনি আরও যোগ করেন, “এখন, যখন দেখি আমার কাজ মানুষকে এত আনন্দ দিচ্ছে, তখন সত্যি খুব ভালোলাগে। এই কারণেই তো গল্প বলা শুরু করেছিলাম।” এই সিরিজে বলিউডের গ্ল্যামারের আড়ালের বাস্তবতা ও লড়াই ফুটিয়ে তোলা হয়েছে একজন তরুণ বহিরাগত অভিনেতার চোখ দিয়ে। অভিনয়ে ছিলেন সাহের বাম্বা, ববি দেওল, রাঘব জুয়াল, অন্যা সিং, মোনা সিং, মণীশ চৌধুরী ও মনোজ পাহওয়ার মতো প্রতিভাবান অভিনেতারা।

‎অভিনয়ে পা না রেখে পরিচালনায় আত্মপ্রকাশ করে অনেককেই চমকে দিয়েছেন আরিয়ান খান। তার এই উদ্যোগে বারবার গর্ব প্রকাশ করতে দেখা গেছে বাবা শাহরুখ খানকেও।

‎এখন দেখার বিষয়, ক্যামেরার পেছনেই কি আরিয়ান নিজের জায়গা পাকা করবেন, নাকি সামনে আরও কোনো চমক অপেক্ষা করছে দর্শকদের জন্য। আপাতত, বলিউডে নতুন এক পরিচালকের আত্মপ্রকাশ ঘিরে বইছে প্রশংসার জোয়ার।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top