৯৮টি বাচ্চার মা হতে চায় পরীমণি

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৪:০৫

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি। ছবি: সংগৃহীত

ঢালিউডের আলোচিত নায়িকা পরীমণি এবার জনপ্রিয় পডকাস্ট ‘বিহাইন্ড দ্য ফেইম উইথ আরআরকের’ দশম পর্বে উপস্থিত হয়ে তার ব্যক্তিজীবন ও চিন্তাভাবনা নিয়ে খোলামেলা আড্ডা দিয়েছেন। প্রায় ১০০ মিনিটের কথোপকথনে রুম্মান রশীদ খানের সঞ্চালনায় তিনি এমন কিছু কথা শেয়ার করেছেন, যা আগে কখনো প্রকাশ করেননি।

পরীমণি জানান, এখন তিনি অনেক ভেবেচিন্তে কাজ করেন, যা আগে করতেন না। তার এই পরিবর্তনের কারণ হিসেবে তিনি উল্লেখ করেন তার সন্তানদের প্রতি দায়িত্ববোধ। নায়িকা বলেন, “এতদিন আমার কোনো সঞ্চয় ছিল না; কিন্তু এখন আমি মাসে একটি সঞ্চয় করি, আমার বাচ্চাদের জন্য। আমার যদি দুই টাকাও উপার্জন হয়, সেটা যেন তারা বড় হয়ে ব্যবহার করতে পারে।”

পরী মজার ছলে জানান, তিনি বর্তমানে পুণ্য ও প্রিয়মের মা, তবে আরও ৯৮টি বাচ্চার মা হতে চান। তিনি আশা করেন, আল্লাহ তাদের সন্তানদের মানুষ হিসেবে গড়ে তুলতে সাহায্য করবেন। নায়িকা আরও বলেন, “ব্যক্তিগতভাবে আমি ব্যর্থ হতে পারি, তবে মা হিসেবে আমি কখনো ব্যর্থ হতে দেব না।”

কথার ফাঁকে পরীমণি প্রকাশ করেন, তিনি সিনেমায় অভিনয়ের আগে নাচের স্কুলে ভর্তি হয়েছিলেন। কিন্তু সাদিয়া ইসলাম মৌর নৃত্যপ্রদর্শনী দেখে তিনি এত মুগ্ধ হন যে স্কুলে আর ফিরতে ইচ্ছা করেননি।

পডকাস্টটি প্রযোজনা করছেন জেড আই ফয়সাল।



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top