শনিবার, ৪ অক্টোবর ২০২৫, ১৯ আশ্বিন ১৪৩২

রানি মুখার্জি শেয়ার করলেন মা হিসেবে ‘হিচকি’ শুটিংয়ের অভিজ্ঞতা

নিউজফ্ল্যাশ ডেস্ক | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৪:৫৩

ছবি: সংগৃহীত

বলিউডের প্রখ্যাত অভিনেত্রী রানি মুখার্জি সম্প্রতি নিজের কর্মজীবনের অভিজ্ঞতা নিয়ে খোলাখুলি আলোচনা করেছেন। ‘আট ঘণ্টা কাজ’ সংক্রান্ত চলমান বিতর্কের প্রেক্ষাপটে রানি বিশেষ করে মা হিসেবে কাজের ভারসাম্য বজায় রাখার কাহিনি শেয়ার করেন।

রানি জানান, মেয়ে আদিরার জন্মের মাত্র ১৪ মাস পর তিনি ‘হিচকি’ ছবির শুটিং শুরু করেন। মা হিসেবে দায়িত্ব পালন করতে গিয়ে তিনি প্রতিদিন একটি কঠোর রুটিন অনুসরণ করতেন। সকালেই দুধ পাম্প করে শুটিংয়ে যেতেন এবং ইউনিট ও পরিচালকের সহযোগিতায় দিনে মাত্র ৬–৭ ঘণ্টার মধ্যে কাজ শেষ করতেন, যাতে দুপুরের মধ্যেই বাড়ি ফিরতে পারতেন এবং ট্রাফিক ঝামেলাও এড়ানো যেত।

রানি বলেন, “এখন এই ধরনের বিষয়গুলো আলোচনা হচ্ছে কারণ মানুষ প্রকাশ্যে এগুলো নিয়ে কথা বলছে। এটা সব পেশাতেই স্বাভাবিক। আমিও নির্দিষ্ট সময় ধরে কাজ করেছি। প্রযোজক রাজি থাকলে ছবিটা করা যায়, না হলে যায় না। এটি একেবারেই পছন্দের বিষয়; কেউ কাউকে জোর করছে না।”

নারী-পুরুষের অভিজ্ঞতার পার্থক্য নিয়েও রানি অকপট মন্তব্য করেন। তিনি বলেন, “পুরুষরা যদি সন্তান জন্ম দিত, পৃথিবীতে কোনো যুদ্ধই থাকত না। তারা তখন কেবল শিশুর দিকে মনোযোগ দিত। এই অভিজ্ঞতা থেকে তারা বঞ্চিত—একটি শিশুকে জন্ম দেওয়া। এটি ঈশ্বরের সবচেয়ে কাছাকাছি আসার অনুভূতি। কারণ আমরা একটি জীবন সৃষ্টি করি।”

নিজের নারী পরিচয় নিয়ে গর্ব প্রকাশ করে রানি যোগ করেন, “পুরুষদের শারীরিক পরিবর্তনের মধ্য দিয়ে যেতে হয় না। আমরা মা হওয়ার সময় শারীরিক ও মানসিক পরিবর্তনের মধ্য দিয়ে যাই। আমি মেয়ে হয়ে খুবই খুশি এবং এটা কোনো কিছুর বিনিময়ে বদলাবো না।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top