অভিনয়কে বিদায়,চাকরি খুঁজছেন অভিনেতা হাসান মাসুদ

ওলিউল্লাহ তুহিন | প্রকাশিত: ৪ অক্টোবর ২০২৫, ১৬:১৪

ছবি: সংগৃহীত

এক সময়ের জনপ্রিয় অভিনেতা হাসান মাসুদ— যিনি নাটক ও চলচ্চিত্রে তার শক্তিশালী অভিনয়ের মাধ্যমে দর্শকদের হৃদয়ে জায়গা করে নিয়েছিলেন, তিনি এখন আর শোবিজে সক্রিয় নন। দীর্ঘদিন ধরে পর্দায় অনুপস্থিত এই অভিনেতা এবার জানালেন, তিনি আর অভিনয়ে ফিরতে চান না।

‎সম্প্রতি দেশের একটি গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি জানান, তিনি এখন চাকরির খোঁজে আছেন এবং অভিনয়কে বিদায় জানাতে চান। হাসান মাসুদ বলেন, “আমি এখন একটা জব খুঁজছি। একটা জব পেলেই আমি ঢুকে যাবো। সেটা যে ক্ষেত্রেই হোক—সাংবাদিকতা হতে পারে, এডমিনিস্ট্রেশন হতে পারে। আমি চেষ্টা করছি। হারিয়ে যাবো একেবারে।” উল্লেখ্য, অভিনয়ে আসার আগে হাসান মাসুদ ছিলেন একজন সাংবাদিক। পুরনো পেশায় ফেরার ইচ্ছাও প্রকাশ করেছেন তিনি। বলেন, “সাংবাদিকতায় ফেরার ইচ্ছে আছে, যদি সে রকম ভালো অফার পাই।”
‎সম্প্রতি পাকিস্তানি অভিনেত্রী হানিয়া আমিরকে নিয়ে মন্তব্য করে কিছুটা আলোচনায় আসেন তিনি। তবে এ বিষয়ে তিনি আর বিস্তারিত কিছু বলেননি।

‎দর্শকদের উদ্দেশে অনুরোধ জানিয়ে হাসান মাসুদ বলেন, “আমার শুধু একটাই অনুরোধ দর্শকদের কাছে, আপনারা সবসময় সততার সাথে থাকবেন। সত্য কথা বলবেন। একটা প্রবণতা এখন খুব বেড়েছে—পরকীয়া করার। এটা থেকে আপনারা বিরত থাকবেন। তাহলেই আপনারা ভালো থাকবেন, সুখে থাকবেন।”



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top