শনিবার, ৫ এপ্রিল ২০২৫, ২২ চৈত্র ১৪৩১

আবারও বিয়ের পিড়িঁতে অভিনেত্রী দিয়া মির্জা

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারী ২০২১, ২১:৫৫

অভিনেত্রী দিয়া মির্জা

আবারও বিয়ের পিড়িঁতে বসছেন বলিউড অভিনেত্রী দিয়া মির্জা। ব্যবসায়ী বন্ধু বৈভব রেখির সঙ্গে ১৫ ফেব্রুয়ারি বিয়ের বন্ধনে আবদ্ধ হবেন দিয়া মির্জা। তার বিয়েতে শুধুমাত্র পরিবারের সদস্য ও কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু উপস্থিত থাকবেন।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে এই তথ্য প্রকাশ করা হয়েছে।

এর আগে ২০১৪ সালে নির্মাতা সাহিল সাংঘাকে বিয়ে করেছিলেন দিয়া। কিন্তু গত বছর আগস্টে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন এই জুটি।

এক যৌথ বিবৃতিতে তারা লেখেনে, ‘জীবনের ১১ বছর একসঙ্গে কাটানোর পর আমরা পারস্পরিক সম্মতিতে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমরা বন্ধু থাকব এবং পরস্পরের প্রতি ভালোবাসা ও শ্রদ্ধা অটুট থাকবে। যদিও আমাদের চলার পথ আলাদা হয়ে গেছে, তবে আমাদের মধ্যে যে বন্ধন ছিল তার জন্য আমরা কৃতজ্ঞ।

আমাদের পরিবার, বন্ধু, মিডিয়াকে তাদের ভালোবাসা, সহযোগিতা ও বিষয়টি বোঝার জন্য ধন্যবাদ। এই মুহূর্তে আমাদের প্রাইভেসির বিষয়টি বোঝার জন্য সবাইকে অনুরোধ করছি। এই বিষয়ে আমরা আর কোনো মন্তব্য করব না।’

এনএফ৭১/জেএস/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top