বৃহঃস্পতিবার, ৩০ অক্টোবর ২০২৫, ১৫ কার্তিক ১৪৩২

নতুন সিদ্ধান্তে দীপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩০ অক্টোবর ২০২৫, ১৭:১১

সংগৃহীত

বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোনকে ঘিরে বিতর্ক যেন পিছু ছাড়ছে না। একের পর এক সিনেমা থেকে বাদ পড়ার খবর, ইন্ডাস্ট্রিতে তাকে কোণঠাসা করার অভিযোগ—সব মিলিয়ে টালমাটাল সময় পার করছেন এ তারকা।

সর্বশেষ বিতর্ক শুরু হয় নাগ আশ্বিন পরিচালিত বহুল আলোচিত সিনেমা ‘কল্কি ২৮৯৮ এডি’ ঘিরে। সম্প্রতি ওটিটিতে মুক্তি পাওয়া ছবিটির শেষের ক্রেডিট তালিকায় দীপিকার নাম অনুপস্থিত থাকায় ক্ষোভে ফেটে পড়েন দর্শকরা। বুধবার রাতে অনেকেই লক্ষ্য করেন, যেখানে অমিতাভ বচ্চনসহ অন্যান্য তারকার নাম দেওয়া আছে, সেখানে দীপিকার নাম নেই।

বিষয়টি সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়লে ভক্তরা প্রশ্ন তোলেন, ইচ্ছাকৃতভাবে কি দীপিকাকে অবমূল্যায়ন করা হয়েছে? অনলাইন প্রতিবাদের জেরেই বৃহস্পতিবার প্রযোজনা সংস্থা বৈজয়ন্তী ফিল্মস পদক্ষেপ নেয়। ছবির আপডেটেড সংস্করণে দীপিকার নাম ফের যুক্ত করা হয়। যদিও প্রতিষ্ঠানটি এ বিষয়ে কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

দর্শকদের একাংশের দাবি, শুরুতে দীপিকার নাম ইচ্ছাকৃতভাবে বাদ দেওয়া হয়েছিল, পরে সমালোচনার মুখে তা সংশোধন করা হয়েছে। অন্যদিকে কেউ কেউ বলছেন, ছবির হিন্দি ও তেলুগু সংস্করণের পার্থক্যের কারণেই এই বিভ্রান্তি সৃষ্টি হয়।

এর আগে সেপ্টেম্বরে বৈজয়ন্তী ফিল্মস জানিয়েছিল, ‘কল্কি ২৮৯৮ এডি’-এর সিক্যুয়েল থেকে দীপিকাকে বাদ দেওয়া হয়েছে, কারণ তার কিছু শর্তের কারণে শুটিং সময়মতো সম্পন্ন করা যাচ্ছিল না। সেই ঘোষণার পর থেকেই তার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন ওঠে বলিউড মহলে।

তবে এবার ছবির ক্রেডিটে নাম ফের যুক্ত হওয়ায় কিছুটা স্বস্তি ফিরেছে দীপিকার ভক্তদের মধ্যে। অনেকেই বলছেন, “এটি প্রমাণ করে দীপিকা এখনো ‘কল্কি’ ফ্র্যাঞ্চাইজির অপরিহার্য অংশ।”

 

নিফ্লা৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top