এবার বিয়ে করছেন মেহরিন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৯:১৭

মেহ্রিন এবং তার করা টুইট

রাজনীতিক ভব্য বিষ্ণোইকে বিয়ে করতে চলেছেন ভারতীয় অভিনেত্রী মেহরিন পিরজাদা। হরিয়ানার সাবেক মুখ্যমন্ত্রী, প্রয়াত ভজন লালের নাতি এবং আদমপুরের সাংসদ কুলদীপ বিষ্ণোইয়ের ছেলে ভব্য।

মেহরিনের মা জানিয়েছেন, আগামী মার্চে মেহরিন ও ভব্যের আংটিবদল হবে, তবে বিয়ের তারিখ এখনো নির্ধারণ হয়নি।মেহরিনের মা আরও জানিয়েছেন, করোনা-পরিস্থিতি স্বাভাবিক হলে বেশ ঘটা করে বিয়ের আয়োজন করবেন। তবে আগামী ১২ মার্চ জয়পুরের কাছে আলিলা কেল্লায় মেহরিন ও ভব্যের বাগদান হবে। অনুষ্ঠানে উপস্থিত থাকবেন ঘনিষ্ঠজনেরা। করোনা-পরিস্থিতি বিবেচনায় নিয়ে অতিথির তালিকা দীর্ঘ করবেন না তাঁরা।

মেহরিন পিরজাদা সম্প্রতি তেলেগু সিনেমা ‘এফ৩’-এর শুট করছেন। তেলেগু ও তামিল সিনেমায় মূলত কাজ করেন তিনি। ২০১৭ সালে ‘ফিল্লৌরি’ দিয়ে তাঁর বলিউডে অভিষেক হয়, এতে আরও অভিনয় করেন আনুশকা শর্মা, দিলজিৎ দোসাঞ্জ ও সুরজ শর্মা।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top