অভিনেতা সন্দীপ নাহার মারা গেছেন

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ১৭ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৩২

সুশান্তের সাথে অভিনেতা সন্দীপ নাহার

সুশান্তের সাথে অভিনেতা সন্দীপ নাহার

প্রয়াত বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের ‘এম এস ধোনি : দ্য আনটোল্ড স্টোরি’ এবং অক্ষয় কুমারের ‘কেসারি’ সিনেমায় কাজ করা অভিনেতা সন্দীপ নাহার মারা গেছেন।ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করে দীর্ঘ বার্তা দিয়েছিলেন সন্দীপ নাহার, যেখানে তিনি বলেছেন, আত্মহত্যা করতে যাচ্ছেন।

সন্দীপ আরও বলেন, তাঁর এই কৃতকর্মের জন্য পরিবারের কেউ দায়ী নন। ওই ভিডিও-বার্তায় সন্দীপ জানান, তিনি ব্যক্তিগত ও পেশাগত জীবনে বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছেন। এ ঘটনায় মুম্বাই পুলিশ একটি মামলা দায়ের করেছে এবং ঘটনার তদন্ত চলছে। এ ছাড়া পুলিশ ময়নাতদন্ত প্রতিবেদনের অপেক্ষায় রয়েছে। পুলিশকে সন্দীপের স্ত্রী জানিয়েছেন, অভিনেতাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। ডেপুটি পুলিশ কমিশনার বিশাল ঠাকুর বলেছেন, ‘ময়নাতদন্তের জন্য মরদেহ পাঠানো হয়েছে এবং এর পরেই তাঁর মৃত্যুর আসল কারণ উদঘাটন করা যাবে।’

মুম্বাইয়ের গোরেগাঁও এলাকায় নিজ বাসভবনে অভিনেতা সন্দীপ নাহার আত্মহত্যা করেছেন বলে অভিযোগ। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে এবং মুম্বাই পুলিশ তদন্ত করছে।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top