রবিবার, ৭ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

হাসপাতালে নচিকেতা চক্রবর্তী, শো বাতিল

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৪:২৬

সংগৃহীত

কলকাতার জনপ্রিয় গায়ক নচিকেতা চক্রবর্তী আজ রবিবার (৭ ডিসেম্বর) একটি শো’তে গান করার কথা ছিল। কিন্তু হৃদ্‌যন্ত্রের জটিলতার কারণে শনিবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় তাকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে চিকিৎসকদের তত্ত্বাবধানে তিনি স্থিতিশীল আছেন, জানায় ভারতীয় গণমাধ্যম।

জানা গেছে, গত কয়েকদিন ধরে নচিকেতার শরীর ভালো যাচ্ছিল না। অসুস্থতার কারণে তিনি আসানসোলের শো বাতিল করতে বাধ্য হন। এর আগে ২০২৩ সালের ফেব্রুয়ারিতেও অসুস্থতার কারণে একটি শো বাতিল করেছিলেন। তখন তার পরিবার জানিয়েছিল, গায়কের সারভাইকাল স্পন্ডিলাইটিস রয়েছে, যা শীতে বেড়ে যায় এবং টানা শো করার ফলে সমস্যা আরও জটিল হয়।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top