সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৩ অগ্রহায়ণ ১৪৩২

“ছেলের মুখটাই চোখে ভেসে উঠেছিল”:দীপিকা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪

সংগৃহীত

ভারতীয় টেলিভিশন তারকা দীপিকা কক্কর আবারও আলোচনায়, তবে এবার কোনো চরিত্র বা ফ্যাশন অনুষঙ্গ নয়—তিনি লড়ছেন নিজের জীবনের সঙ্গে। ক্যানসারের বিরুদ্ধে লড়াইয়ে নিমগ্ন এই অভিনেত্রী জানাচ্ছেন, এখন তার কাছে বাহ্যিক সৌন্দর্য বা ওজন বৃদ্ধির চেয়ে গুরুত্বপূর্ণ হলো সুস্থ হয়ে ওঠা, শুধু একমাত্র শিশুপুত্রের জন্য।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, সম্প্রতি দীপিকার নিজস্ব ইউটিউব চ্যানেলের একটি সাক্ষাৎকারে সহ-অভিনেত্রী রশ্মি দেশাই তার অতিথি হয়ে আসেন। সেখানেই প্রথমবার প্রকাশ্যে আসে দীপিকার ব্যক্তিগত জীবনের কঠিন অধ্যায়—তার ক্যানসারের সঙ্গে সংগ্রামের কথা।

সাক্ষাৎকারে দীপিকা জানান, চিকিৎসার প্রভাবে তার চুল ঝরে যাচ্ছে, ওজনও দ্রুত বাড়ছে। তবে এসব নিয়ে তার আর কোনো অভিযোগ নেই। তিনি বলেন, “প্রথম যখন জানলাম আমার ক্যানসার হয়েছে, চোখের সামনে শুধু ছেলের মুখটাই ভেসে উঠেছিল।”

তিনি আরও বলেন, “চিকিৎসার জন্য হাসপাতালে ভর্তি হতে যাচ্ছিলাম, কিন্তু ছেলেকে সঙ্গে নিতে পারিনি। তাকে মায়ের কাছে রেখে যেতে হয়েছিল। এক বছরের শিশু মাকে না পেয়ে সেদিন অঝোরে কাঁদছিল। সেটা দেখে আমার বুক ফেটে যাচ্ছিল।”

স্বামী শোয়েব ইব্রাহিমও এই সময় মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে জানান দীপিকা। পরে দু’জন সিদ্ধান্ত নেন, যাই হোক—তাকে সুস্থ হতেই হবে। বর্তমানে সেই দৃঢ় সংকল্প নিয়েই চলছে চিকিৎসা।

বাবুগঞ্জে আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে লাঞ্ছিত এবং হেনস্থার অভিযোগ উঠেছে। এ সময় স্থানীয়রা তাকে উপজেলায় অবাঞ্ছিত ঘোষণা করে বিক্ষোভ দেখায়।

রোববার মীরগঞ্জ সেতুর ভিস্তি-প্রস্তর উদ্বোধন অনুষ্ঠানের পর এই ঘটনা ঘটে। ফুয়াদ অভিযোগ করেছেন, পূর্বপরিকল্পিতভাবে এই ঘটনা ঘটানো হয়েছে।

ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রাজন সিকদার জানান, ফুয়াদ মীরগঞ্জ ব্রিজ নিয়ে মিডিয়ার সামনে মিথ্যাচার করেছেন। তিনি বলেন, “সেতুর ঠিকাদারি কাজে চায়না কোম্পানির কাছে স্থানীয় একটি মহল চাঁদা দাবি করেছে।” স্থানীয়রা চাঁদাবাজদের নাম জানতে চাইলে ফুয়াদ তা বলতে পারেননি। এ কারণে স্থানীয়রা তাকে অবাঞ্ছিত ঘোষণা করে ভুয়া স্লোগান দেয়।

বৈপরীত্যে ফুয়াদ বলেন, “এই ব্রিজটি আমার মাধ্যমে হয়েছে। উদ্বোধন অনুষ্ঠানটি পণ্ড করতে চেয়েছিল কিছু লোক। ব্রিজটি নির্মাণের জন্য চীনা একটি কোম্পানি টেন্ডার পেয়েছে। তাদের কাছে চাঁদা দাবি হয়েছে, তবে কারো নাম বলা হয়নি। ব্রিজটি সম্পন্ন হলে এলাকার উন্নয়ন হবে।”

জীবনের কঠিন এই সময়ে পরিবারের সবাই দীপিকার পাশে রয়েছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top