বছর শেষে ওটিটিতে তানজিকা আমিনের জোড়া চমক
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১২:৫৮
দুই দশকের অভিনয়জীবনে অসংখ্য নাটকে অভিনয় করলেও আশফাক নিপুণের জনপ্রিয় ওয়েব সিরিজ ‘মহানগর ২’–এ অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন অভিনেত্রী তানজিকা আমিন। সেই জনপ্রিয়তার পর কাজের প্রস্তাব বেড়ে গেলেও সব ধরনের কাজে যুক্ত না হয়ে বেছে বেছেই এগোচ্ছেন তিনি। আর সেই ধারাবাহিকতায় বছর শেষে ভক্তদের জন্য নিয়ে আসছেন দু’টি ওয়েব ফিল্মের সুখবর।
চলতি ডিসেম্বরেই দুটি ভিন্ন ওটিটি প্ল্যাটফর্মে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ওয়েব ফিল্ম ‘ডিমলাইট’ এবং ‘অমীমাংসিত’। দুই ভিন্ন চরিত্রে নিজেকে নতুনভাবে আবিষ্কারের চ্যালেঞ্জ নিয়েছেন তানজিকা।
এই দু’টি কাজ একসঙ্গে মুক্তির ব্যাপারে উচ্ছ্বাস প্রকাশ করে তানজিকা বলেন, “বছরের শেষ মাসে দুটি ওয়েব ফিল্ম মুক্তি পাওয়া আমার জন্য আনন্দের। প্রতিটি চরিত্রে নিজের সর্বোচ্চটা দেওয়ার চেষ্টা করেছি। দর্শক কেমন গ্রহণ করেন, সেটাই এখন দেখার বিষয়।”
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।