সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

মা হওয়ার বিরতি শেষে রাধিকা আপ্তের প্রত্যাবর্তন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০২

সংগৃহীত

গত বছরের ডিসেম্বরে মা হওয়ার পর অভিনয় থেকে সাময়িক বিরতি নিয়েছিলেন বলিউডের বহুল প্রশংসিত অভিনেত্রী রাধিকা আপ্তে। দীর্ঘ সেই বিরতি শেষে অবশেষে পর্দায় ফিরছেন তিনি। প্রকাশ্যে এসেছে তার নতুন ছবি ‘সালি মোহাব্বত’–এর ট্রেলার, যে ছবির মাধ্যমে পরিচালনায় অভিষেক করছেন অভিনেত্রী টিসকা চোপড়া।

রহস্য-সাসপেন্সে ভরপুর সিনেমাটির গল্প এগিয়েছে শান্ত শহর ফুরসতগড়কে কেন্দ্র করে। সেখানে প্রকৃতি ও নির্জনতার সঙ্গী হয়ে একা থাকেন স্মিতা নামের এক নারী—এই চরিত্রেই দেখা যাবে রাধিকাকে। হঠাৎ শহরে ঘটে যাওয়া ভয়ংকর ডাবল মার্ডার তার নিস্তরঙ্গ জীবনে নেমে আনে অস্থিরতা। তদন্ত যত এগোয়, ততই রহস্যের জট খুলতে গিয়ে নতুন প্রশ্ন তৈরি হয়—স্মিতা কি শুধু সাক্ষী, নাকি সে-ই রহস্যের মূল চাবিকাঠি? ট্রেলারে সেই উত্তেজনাই ফুটে উঠেছে।

চরিত্র নিয়ে নিজের অভিজ্ঞতা শেয়ার করে রাধিকা বলেন,

“স্মিতার জগৎটিতে এক ধরনের অস্বস্তিকর নীরবতা আছে। চরিত্রটি আমাকে নিজের ভেতরের জটিলতা খুঁজে দেখতে বাধ্য করেছে। টিসকার নিখুঁত নির্দেশনা সেই আবেগগুলোকে ঠিক জায়গায় পৌঁছাতে সাহায্য করেছে।”

রাধিকাসহ ছবিটিতে আরও অভিনয় করেছেন দিব্যেন্দু শর্মা, অনুরাগ কাশ্যপ, অংশুমান পুষ্কর, শরৎ সাক্সেনা, সৌরসেনী মৈত্র এবং বিশেষ চরিত্রে কুশা কাপিলা।

আগামী ১২ ডিসেম্বর ওটিটি প্ল্যাটফর্ম জি ফাইভে মুক্তি পেতে যাচ্ছে ‘সালি মোহাব্বত’।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top