৩০ কোটি রুপি আইভিএফ জালিয়াতি মামলায় গ্রেপ্তার পরিচালক বিক্রম ভাট
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৩
বলিউডে নেমে এসেছে বড়সড় ঝড়। প্রায় ৩০ কোটি রুপি (বাংলাদেশি মুদ্রায় ৪০ কোটি টাকারও বেশি) আইভিএফ জালিয়াতি মামলায় গ্রেপ্তার হয়েছেন প্রখ্যাত বলিউড পরিচালক বিক্রম ভাট। রোববার রাজস্থান পুলিশ ও মুম্বাই পুলিশের যৌথ অভিযানে মুম্বাইয়ের ইয়ারি রোডে তার শ্যালিকার বাসা থেকে তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, আইনি প্রক্রিয়া শেষে ভাটকে উদয়পুরে নিয়ে যাওয়ার জন্য বান্দ্রা কোর্ট থেকে ট্রানজিট রিমান্ড চাওয়া হবে।
অভিযোগ কী?
উদয়পুরের ভোপালপুরা থানায় দায়ের করা এফআইআর অনুযায়ী, অভিযোগকারী ইন্দিরা আইভিএফ হাসপাতালের মালিক ড. অজয় মুর্দিয়া তার প্রয়াত স্ত্রীর জীবন নিয়ে একটি বায়োপিক নির্মাণ করতে চেয়েছিলেন। এই সুযোগে বিক্রম ভাট ও তার সহযোগীরা তাকে ২০০ কোটি রুপি লাভের প্রলোভন দেখান।
গত ২৪ এপ্রিল ২০২৪ মুম্বাইয়ের বৃন্দাবন স্টুডিওতে ড. মুর্দিয়ার সঙ্গে বৈঠকে ভাট জানান, চলচ্চিত্রের পুরো দায়িত্ব তিনি নেবেন এবং তার স্ত্রী শ্বেতাম্বরী ভাট ও মেয়ে কৃষ্ণা ভাট এই প্রজেক্টে সহযোগী হিসেবে থাকবেন। এ উদ্দেশ্যে শ্বেতাম্বরীর নামে ‘ভিএসবিএলএলপি’ নামের একটি সংস্থাও নিবন্ধন করা হয়। অভিযোগ, এই প্রকল্পের কথা বলে ধাপে ধাপে ড. মুর্দিয়ার কাছ থেকে ৩০ কোটি রুপি হাতিয়ে নেওয়া হয়।
লুকআউট নোটিশের পর অভিযান
এই অভিযোগে প্রায় ২০ দিন আগে মামলা দায়ের হয় উদয়পুরে। তদন্তের স্বার্থে এক সপ্তাহ আগেই বিক্রম ভাট, তার স্ত্রী শ্বেতাম্বরী ভাটসহ মোট আটজনের বিরুদ্ধে লুকআউট নোটিশ জারি করে পুলিশ। ৮ ডিসেম্বরের মধ্যে থানায় হাজিরা দিতে বলা হলেও তারা উপস্থিত না হওয়ায় অভিযানে নেমে পুলিশ ভাটকে গ্রেপ্তার করে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।