পুরস্কার জিতলেন কৃতি শ্যানন
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৪
বলিউড হাঙ্গামা ইন্ডিয়া এন্টারটেইনমেন্ট অ্যাওয়ার্ডস ২০২৫-এ আরও এক গৌরব যোগ হলো কৃতি শ্যাননের ক্যারিয়ারে। ‘দো পাত্তি’ চলচ্চিত্রে অভিনয় ও প্রযোজনায় অসাধারণ পারফরম্যান্সের স্বীকৃতি হিসেবে তিনি জিতেছেন ‘অ্যাক্টর অব দ্য ইয়ার – ফিমেল’ পুরস্কার। প্রথম প্রযোজিত ছবিতেই এমন সাফল্য কৃতির পেশাদার যাত্রায় নতুন মাত্রা যোগ করেছে।
‘দো পাত্তি’তে কৃতি একসঙ্গে দুটি ভিন্ন চরিত্রে অভিনয় করে দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছেন। গল্প, উপস্থাপন ও অভিনয়—সব দিক থেকেই ছবিটি ব্যাপকভাবে সমাদৃত হয়। পাশাপাশি প্রযোজক হিসেবে তার আত্মপ্রকাশকে ইন্ডাস্ট্রিতে সাহসী ও সৃজনশীল উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে।
পুরস্কার জয়ের আনন্দের মধ্যেই কৃতি সম্প্রতি একটি হালকা-ফুলকা ভিডিও শেয়ার করেন, যা মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। সেখানে নিজের খাবারের পছন্দ নিয়ে হাসতে হাসতে বলেন, “আমি খুব, খুব, খুব হালকা ঝাল খাবার খাই। তবে জীবনে অবশ্যই একটু ঝাল, একটু মিষ্টি আর একটু তড়কা দরকার।” তার এই রসিকতা ভক্তদের মাঝে দারুণ সাড়া ফেলেছে।
২০২৫ সাল কৃতির জন্য দারুণ ব্যস্ততাময় ও সফল একটি বছর। ধনুশের বিপরীতে ‘তেরে ইশক মেঁ’ ছবিতে অভিনয়ের পর আবারও আলোচনায় তিনি। অভিনয়ে ধারাবাহিক সাফল্য, ‘দো পাত্তি’তে প্রযোজক হিসেবে সফল আত্মপ্রকাশ এবং নতুন চরিত্রে অভিনয়ের মাধ্যমে কৃতি শ্যানন এখন বলিউডের অন্যতম ব্যস্ত ও নির্ভরযোগ্য তারকা হিসেবে প্রতিষ্ঠিত।
নতুন নতুন সৃজনশীল পথে হাঁটার কারণে ২০২৫ সাল তার ক্যারিয়ারের অন্যতম গুরুত্বপূর্ণ বছর হয়ে উঠছে—আর কৃতি নিজে আশাবাদী, এই গতি নতুন বছরেও বজায় থাকবে।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।