সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

দাম্পত্যে টানাপোড়ন গুঞ্জনের জবাবে মুখ খুললেন দিব্যা

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৩:০৬

সংগৃহীত

ভারতের শোবিজ অঙ্গনে আদর্শ দম্পতি হিসেবে পরিচিত দিব্যা খোসলা কুমার ও ভূষণ কুমার। তবে বেশ কিছুদিন ধরেই তাদের বৈবাহিক জীবনে টানাপোড়েনের গুঞ্জন ঘুরপাক খাচ্ছে বি-টাউনে। সেই আলোচনা আরও জোরালো হয় যখন সম্প্রতি এক প্রশ্নোত্তর পর্বে দিব্যার সামনে সরাসরি তাদের বিচ্ছেদের প্রসঙ্গ তোলা হয়। আর সেখানেই তিনি দিলেন খোলামেলা উত্তর, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, সোশ্যাল মিডিয়ায় নানা পোস্ট ও অনুমানকে ঘিরে ছড়িয়ে পড়ে যে, ৩৮ বছরের সংসার নাকি ভাঙনের মুখে। তবে দিব্যা খোসলা রেডিটে এক প্রশ্নের জবাবে স্পষ্টই বলেন—

“না, এমন কিছুই ঘটছে না। কিন্তু মিডিয়া খুব করে চায় এটি হোক।”

‘বলিউডের চারপাশে কুমির’ — তীর্যক মন্তব্য দিব্যার

বলিউডে বিদ্যমান ‘টক্সিসিটি’ নিয়ে প্রশ্ন করলে দিব্যা খোলামেলা মন্তব্য করেন—

“বলিউড এমন একটি ইন্ডাস্ট্রি যার চারপাশে কুমির আছে। মনে হয়, এর মধ্য দিয়েই আপনি নিজের পথ খুঁজে নিচ্ছেন।”

তিনি আরও বলেন, নিজের প্রতি সৎ থাকাই সবচেয়ে জরুরি—

“আমি কখনো কাজ পাওয়ার জন্য নিজের আত্মাকে বিক্রি করব না। কাজ যদি পাই, ভালো; না পেলেও ঠিক আছে। ওপরে ওঠার সময় যেন আপনার সঙ্গে ভালো কর্মফল থাকে—এটাই গুরুত্বপূর্ণ।”

সার্জারি করিয়েছেন? নেটিজেনদের প্রশ্নে হাস্যরসাত্মক জবাব

দিব্যার চেহারা নিয়ে সম্প্রতি বহু নেটিজেন প্রশ্ন তুলেছেন—তিনি কি কোনো সৌন্দর্য বৃদ্ধি সার্জারি করিয়েছেন? দিব্যার সরল জবাব—

“নারে বাবা, কোনো সার্জারি করিনি।”

সমসাময়িক কাজ ও ‘সাভি’র স্মৃতি

দিব্যাকে সর্বশেষ দেখা গেছে সেপ্টেম্বর মাসে মুক্তিপ্রাপ্ত ‘এক চতুর নার’ চলচ্চিত্রে। উমেশ শুক্লা পরিচালিত এই ছবিতে তার সঙ্গে ছিলেন নীল নিতেশ মুকেশ, ছায়া কদমসহ আরও অনেকে।

এছাড়া নিজের সাম্প্রতিক কাজ প্রসঙ্গে দিব্যা জানিয়েছেন, ‘সাভি’ তার সবচেয়ে ‘প্রিয় প্রকল্প’। যুক্তরাজ্যে টানা ৪২ দিন মাইনাস ১০ ডিগ্রি তাপমাত্রায় শুটিংয়ের অভিজ্ঞতা সম্পর্কে তিনি বলেন—

“এটি আমার জন্য একটি বেঞ্চমার্ক। এখন প্রতিটি সিনেমার অভিজ্ঞতাকে ‘সাভি’–র সঙ্গে তুলনা করি।”

২০২৪ সালের ৩১ মে মুক্তি পাওয়া সাভি সিনেমার শুটিং চলাকালে ২০২৩ সালের মার্চে আহত হয়েছিলেন দিব্যা। অ্যাকশন দৃশ্য ধারণের সময় তার গালে আঘাত লাগে, যার কিছু ছবি তখন নিজেই প্রকাশ করেছিলেন। অভিনয় দেও পরিচালিত ছবিটিতে দিব্যার সঙ্গে অভিনয় করেছেন হর্ষবর্ধন রানে ও মাইরাজ কক্কর।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top