সোমবার, ৮ ডিসেম্বর ২০২৫, ২৪ অগ্রহায়ণ ১৪৩২

কবে বিয়ে করছেন কেয়া পায়েল,জানালেন নিজেই

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ ডিসেম্বর ২০২৫, ১৬:৩৮

সংগৃহীত

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী কেয়া পায়েল অভিনয় ও গ্ল্যামার দিয়ে ইতিমধ্যেই দর্শকের মন জয় করেছেন। শোবিজের পাশাপাশি পার্লার ব্যবসায়ও নাম লিখিয়ে নিজেকে উদ্যোক্তা হিসেবেও প্রতিষ্ঠিত করেছেন তিনি। ক্যারিয়ারে সফলতা পেলেও ব্যক্তিগত জীবনকে বরাবরই গোপন রেখেছেন কেয়া। তবে সম্প্রতি বিয়ে ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তিনি মুখ খুলেছেন।

একটি টিভি অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়ে কেয়া পায়েল জানান, বিয়ে করলে সেটি সবার সঙ্গে জানিয়ে করবেন। তিনি বলেন, “বিয়ে জানিয়ে করাটাই সুন্দর। জীবনের এত সুন্দর পথচলায় আমি চাই সবার আশীর্বাদ থাকুক।” কেয়া এ বিষয়টি মহান সৃষ্টিকর্তার ওপর ছেড়ে দিয়েছেন।

তিনি আরও জানান, বিয়ের পর নারীর জীবনে যে পরিবর্তন আসে, সেটাকে ‘নতুন জন্ম’ হিসেবে দেখেন। “এক জীবন কাটিয়েছি মা–বাবার সঙ্গে, আরেক জীবন কাটাব আরেক মা–বাবার সঙ্গে। তখন নতুন করে আরেক কেয়া পায়েলের জন্ম হবে।”

কেয়া পায়েলের শোবিজ যাত্রা এক রূপকথার মতো। কোনো পূর্বপরিকল্পনা না থাকা সত্ত্বেও একটি বিজ্ঞাপনের শুটিং সেটে নজরে পড়ার পর তিনি অভিনয়ে পা রাখেন। ২০১৮ সালে তার প্রথম নাটকে প্রধান চরিত্রে অভিনয় সুযোগ পান, এবং তারপর থেকে প্রায় ৪০০ নাটকে অভিনয় করে দর্শকের মন জয় করেছেন। বর্তমানে তিনি অভিনয় এবং ব্যবসা—দুটোই সমানভাবে সামলাচ্ছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top