বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ৩ পৌষ ১৪৩২

ঢাকাই সিনেমার নন্দিত নায়িকা শাবনূরের জন্মদিন আজ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৫:১১

সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের নন্দিত অভিনেত্রী শাবনূর আজ তার জন্মদিন। ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্মগ্রহণ করা এই নায়িকা, যিনি কোটি মানুষের হৃদয়ে আজও এক অম্লান উপস্থিতি। কয়েক বছর ধরে অভিনয় থেকে দূরে সরে থাকলেও তার জনপ্রিয়তায় কোনো ঘাটতি পড়েনি।

শাবনূরের পেছনের নাম নূপুর। তার প্রথম চলচ্চিত্র ছিল পরিচালক এহতেশামের ‘চাঁদনী রাতে’, যা ১৯৯৩ সালের ১৫ অক্টোবর মুক্তি পায়। ১৯৯৪ সালে জহিরুল হক পরিচালিত ‘তুমি আমার’ ছবিটি দিয়েই নিয়মিত অভিনয়ে প্রবেশ করেন।

শাবনূর সালমান শাহের সঙ্গে ১৪টি ছবি করেছেন এবং সেই সঙ্গে ওমর সানী, রিয়াজ, ফেরদৌস, অমিত হাসান, আমিন খান ও বাপ্পারাজের সঙ্গে অভিনয় করেও ব্যাপক সাফল্য অর্জন করেছেন। মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত ‘দুই নয়নের আলো’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

জন্মদিনের স্মৃতি শেয়ার করে শাবনূর বলেছেন, “এহতেশাম দাদু বেঁচে থাকাকালে বিরাট আয়োজন করে জন্মদিন উদযাপন করা হতো। তাতে চলচ্চিত্র সংশ্লিষ্ট অনেকেই উপস্থিত ছিলেন। সেই জন্মদিনই আমার অভিনয় জীবনের সেরা জন্মদিন।”

শাবনূর আরও বলেন, “আল্লাহর রহমতে চলচ্চিত্রে এখনো যথেষ্ট সম্মান নিয়েই আছি। আমার প্রত্যেক চলচ্চিত্রের পরিচালক, প্রযোজক, সিনেমাটোগ্রাফার, কাহিনিকার, প্রোডাকশন বয়, ট্রলিম্যান থেকে শুরু করে সংশ্লিষ্ট সবার প্রতি আমি কৃতজ্ঞ। বিশেষ করে আমার বোন ঝুমুরের সহযোগিতা আমাকে আজকের শাবনূর করে তুলেছে।”

বর্তমানে শাবনূর অস্ট্রেলিয়ার সিডনিতে বসবাস করছেন। সেখানে তার সঙ্গে রয়েছেন ছেলে আইজান, মা, ভাই ও বোন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top