শুভ জন্মদিন শাবনূর: ৪৭ বছরে পা দিলেন ঢালিউড সম্রাজ্ঞী
নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: ১৭ ডিসেম্বর ২০২৫, ১৬:৫৪
ঢাকাই চলচ্চিত্রের উজ্জ্বল নক্ষত্র, কোটি মানুষের হৃদয়ের রানী শাবনূরের জন্মদিন আজ। শুভ জন্মদিন প্রিয় শাবনূর! ১৯৭৯ সালের ১৭ ডিসেম্বর যশোরে জন্ম নেওয়া এই অভিনেত্রীর পর্দার নাম ছিল নূপুর। ১৯৯৩ সালে ‘চাঁদনী রাতে’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় তার অভিষেক হয়।
সালমান শাহর সাথে জুটি বেঁধে ১৪টি কালজয়ী সিনেমা উপহার দিয়েছেন তিনি। 'দুই নয়নের আলো' ছবির জন্য পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।
বর্তমানে সুদূর অস্ট্রেলিয়ার সিডনিতে ছেলে আইজান এবং পরিবারের সাথে স্থায়ীভাবে বসবাস করছেন এই শিশিরস্নাত অভিনেত্রী। দীর্ঘ সময় পর্দা থেকে দূরে থাকলেও ভক্তদের হৃদয়ে তার জায়গা আজও অটুট। জন্মদিনে সবার কাছে দোয়া ও ভালোবাসা চেয়েছেন ঢালিউডের এই মহারানী।
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।