কিয়ারা আদভানি যুক্ত হলেন নতুন সিনেমায়
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৩ ডিসেম্বর ২০২৫, ১৫:০৭
দক্ষিণী সুপারস্টার ইয়াশ অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: অ্যা ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’ ঘিরে দর্শকদের উত্তেজনা তুঙ্গে ওঠার সঙ্গে সঙ্গে এসেছে নতুন চমক—বলিউড সেনসেশন কিয়ারা আদভানি আনুষ্ঠানিকভাবে ছবিতে যুক্ত হয়েছেন।
কিয়ারার চরিত্রের নাম নাদিয়া, যা শুধু গল্পের গভীরতা বাড়াবে না, বরং ছবির আবহে যোগ করবে এক ভয়ংকর ও রোমাঞ্চকর নতুন মাত্রা। বহুমুখী অভিনয় দক্ষতা ও শক্তিশালী উপস্থিতির জন্য পরিচিত কিয়ারা এবার পর্দায় ধরা দেবেন একেবারেই ভিন্ন রূপে।
সম্প্রতি প্রকাশিত কিয়ারার ফার্স্ট লুক পোস্টার ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে হাইলাইট হয়ে উঠেছে। পোস্টারে কিয়ারাকে ঝলমলে আলোয় ভরা রঙিন সার্কাসের পটভূমিতে দেখা যাচ্ছে—আকর্ষণীয়, রহস্যময় ও বহুস্তরীয় অবতারে। তবে বাহ্যিক আড়ম্বরের আড়ালে স্পষ্ট হয়ে ওঠে চরিত্রটির গভীর আবেগ। চোখ-মুখে লুকানো শোক ও বিষণ্নতা ইঙ্গিত দিচ্ছে এক শক্তিশালী অভিনয়ন নির্ভর চরিত্রের।
পরিচালক গীতু মোহানদাস, যিনি জাতীয় পুরস্কারপ্রাপ্ত নির্মাতা, ছবিটি পরিচালনা করছেন। ইয়াশ ও কিয়ারা আদভানির পাশাপাশি সিনেমায় অভিনয় করছেন নয়নতারা, হুমা কুরেশি, অক্ষয় ওবেরয়সহ আরও এক ঝাঁক তারকা।
উল্লেখ্য, কিয়ারাকে সর্বশেষ দেখা গেছে চলতি বছরে মুক্তিপ্রাপ্ত ‘ওয়্যার ২’ সিনেমায়। সেই ছবিতে অভিনয় করেছেন হৃতিক রোশন, জুনিয়র এনটিআরসহ আরও অনেকে। ‘টক্সিক’-এ কিয়ারা আদভানির এই নতুন চরিত্র দর্শকদের জন্য হয়ে উঠবে এক রূপান্তরমূলক অধ্যায়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।