বৃহঃস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২

নিরাপত্তাহীনতায় বাংলাদেশে ফিরতে ভয় পাচ্ছেন পাওলি দাম

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ২৪ ডিসেম্বর ২০২৫, ১২:০৭

সংগৃহীত

টালিউডের জনপ্রিয় অভিনেত্রী পাওলি দামের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক বহুদিনের। ‘মনের মানুষ’, ‘সত্তা’ ও ‘মাটি’সহ একাধিক সিনেমার মাধ্যমে এ দেশের দর্শকদের কাছে তিনি হয়ে উঠেছেন আপনজন। তবে সাম্প্রতিক অস্থিতিশীল পরিস্থিতির কারণে সেই প্রিয় দেশে ফিরতে এখন শঙ্কা প্রকাশ করেছেন এই অভিনেত্রী।

সম্প্রতি ভারতীয় সংবাদমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে বাংলাদেশের রাজনৈতিক অস্থিরতা, গণমাধ্যমে হামলা এবং নিজের তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরেন পাওলি দাম। তিনি জানান, নিরাপত্তাহীনতার কারণে বাংলাদেশে তার একটি সিনেমার কাজ এক বছর ধরে অসম্পূর্ণ পড়ে রয়েছে।

১৮ জুলাইয়ের ভয়াল অভিজ্ঞতা

পাওলি জানান, ২০২৪ সালের ১৮ জুলাই পুরান ঢাকায় একটি সিনেমার শুটিং চলাকালে ছাত্র আন্দোলন শুরু হলে হঠাৎ করেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। সে সময় দ্রুত সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশ ছাড়তে হয় তাকে। তিনি বলেন,

‘স্টুডেন্ট প্রোটেস্ট শুরু হলে পরপর শুটিং ক্যানসেল হয়। আমার টিম ব্যবস্থা করে দেয়, এরপর আমি দেশ ছেড়ে চলে আসি। তারপর থেকে আর বাংলাদেশে যাওয়া সম্ভব হয়নি।’

অসম্পূর্ণ সিনেমা নিয়ে আক্ষেপ

নতুন সিনেমার কাজ শেষ না হওয়ায় আক্ষেপ প্রকাশ করে পাওলি বলেন, নিরাপত্তার ঝুঁকির কারণেই নির্মাতারা তাকে আবার বাংলাদেশে নিতে পারছেন না।

‘একটা ছবি শেষ না হওয়া মানেই একটা কষ্ট থেকে যায়। পরিস্থিতির উন্নতির অপেক্ষায় আছি, কিন্তু এখনও সম্ভব হয়নি শুটিংয়ে ফেরা।’

গণমাধ্যমে হামলায় উদ্বেগ

বাংলাদেশের শীর্ষস্থানীয় গণমাধ্যম প্রথম আলো ও ডেইলি স্টারের কার্যালয়ে হামলার ঘটনায় গভীর দুঃখ ও উদ্বেগ প্রকাশ করেন পাওলি দাম। তিনি বলেন,

‘এই দুই অফিসেই আমি গিয়েছি। সেগুলোতে হামলার দৃশ্য দেখে খুবই মর্মাহত হয়েছি। সোনার বাংলায় এমন পরিস্থিতি হবে, তা কখনও ভাবিনি।’

‘ভারতীয় এজেন্ট’ তকমা নিয়ে প্রতিক্রিয়া

বাংলাদেশে কাজ করতে গিয়ে ‘ভারতীয় গোয়েন্দা সংস্থার এজেন্ট’ তকমা দেওয়ার অভিযোগ প্রসঙ্গে পাওলি বলেন,

‘এই কথাগুলো বহু বছর ধরেই শুনছি। কিন্তু আমরা শিল্পী। শিল্পের কোনো কাঁটাতার বা রাজনীতি নেই। যেকোনো জায়গায় গিয়ে কাজ করাই আমাদের পরিচয়।’

তবে তিনি শঙ্কা প্রকাশ করে বলেন,

‘পরিস্থিতি যদি আগের মতো স্বাভাবিক না হয়, তাহলে আমরা কি আগের মতো স্বতঃস্ফূর্তভাবে কাজ করতে পারব—এই প্রশ্ন থেকেই যায়।’

সহকর্মীদের নীরবতায় হতাশা

বাংলাদেশের অনেক শিল্পী কলকাতায় কাজ করলেও দেশের পরিস্থিতি নিয়ে তাদের নীরবতায় হতাশ পাওলি।

‘অনেকে এখানে এসে কাজ করছেন, কিন্তু এ বিষয়ে কেউ কথা বলেন না—এটা সত্যিই দুঃখজনক,’ বলেন তিনি।

পাওলি আরও জানান, তার অনেক পরিচিতজন ও বন্ধু বাংলাদেশ ছেড়ে চলে গেছেন। যারা এখনও সেখানে আছেন, তাদের নিরাপত্তা নিয়ে তিনি গভীর উদ্বেগে রয়েছেন। শেষ পর্যন্ত বাংলাদেশের মানুষের শান্তি, নিরাপত্তা ও সুস্থতা কামনা করেন এই অভিনেত্রী।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top