বুধবার, ৩১ ডিসেম্বর ২০২৫, ১৭ পৌষ ১৪৩২

বেগম খালেদা জিয়ার মৃত্যুতে ইয়ামিন হক বাবির শোক প্রকাশ

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৩১ ডিসেম্বর ২০২৫, ১৩:১১

সংগৃহীত

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক ভেদাভেদ ভুলে শোক প্রকাশ করছেন বিনোদন জগতের তারকারা। এর মধ্যে এবার আবেগঘন স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় চিত্রনায়িকা ইয়ামিন হক ববি।

নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে ববি লিখেছেন, “আমরা হারালাম বাংলাদেশের এক শক্তিশালী রাজনৈতিক নেত্রী ও প্রথম নারী প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। দেশপ্রেম, উঁচু মনোবল ও অগণিত মানুষের আশা-বিশ্বাসের প্রতীক ছিলেন তিনি।”

তিনি আরও উল্লেখ করেছেন, “তিনি শুধু একজন নেতা ছিলেন না—বাংলাদেশের ইতিহাসে একটি অধ্যায়ের নাম।”

নায়িকা দোয়া ও ভালোবাসা জানিয়ে লিখেছেন, “আল্লাহ্‌ তাআলা তার আত্মাকে শান্তি দান করুন এবং পরিবারের সকল সদস্যকে এই কঠিন সময়ে সহ্য করার তৌফিক দিন। আপনি আমাদের হৃদয়ে চিরজীবী থাকবেন।”

উল্লেখ্য, মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল থেকেই সোশ্যাল মিডিয়ায় সাধারণ মানুষ ও শোবিজ তারকারা একযোগে শোক ও শ্রদ্ধা প্রকাশ করছেন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top