বৃহঃস্পতিবার, ১ জানুয়ারি ২০২৬, ১৮ পৌষ ১৪৩২

হানিয়া আমিরের বিয়ে নিয়ে গুঞ্জন, রহস্যময় মন্তব্যে জল্পনা তুঙ্গে

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১ জানুয়ারী ২০২৬, ১২:০২

সংগৃহীত

পাকিস্তানের শোবিজ অঙ্গনের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী হানিয়া আমির। অভিনয় দক্ষতা ও প্রাণবন্ত উপস্থিতির পাশাপাশি ব্যক্তিগত জীবন নিয়েও প্রায়ই থাকেন আলোচনায়। এবার তাকে ঘিরে ডালপালা মেলছে বিয়ের গুঞ্জন। শোনা যাচ্ছে, আগামী বছরই নাকি বিয়ের পিঁড়িতে বসতে পারেন এই তারকা।

সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে হানিয়া আমিরের একটি মন্তব্য নতুন করে এই জল্পনা উসকে দিয়েছে। অভিনেত্রীর একটি পোস্টে এক ভক্ত মন্তব্য করেন, “তোমার বিয়ের গুঞ্জন শুনছি।” এর জবাবে হানিয়া মজা করে লেখেন, “আমিও শুনছি।” তার এই ছোট কিন্তু রহস্যময় মন্তব্যই নেটিজেনদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে বহুগুণ।

অনেকেই মনে করছেন, ‘যা রটে তা কিছু তো বটে’। ফলে সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয়েছে নানা আলোচনা ও অনুমান।

এদিকে, হানিয়ার বিয়ের গুঞ্জনের সঙ্গে উঠে আসছে তার প্রাক্তন প্রেমিক ও জনপ্রিয় গায়ক আসিম আজহারের নাম। ২০১৮ সালের দিকে দুজনের প্রেমের সম্পর্ক শুরু হলেও ২০১৯ সালে তা প্রকাশ্যে আসে। তবে ২০২০ সালে সেই সম্পর্কে ইতি টানেন তারা। সাম্প্রতিক গুঞ্জনে দাবি করা হচ্ছে, পুরনো সেই সম্পর্ক নাকি আবার নতুন করে জোড়া লেগেছে। যদিও বিষয়টি নিয়ে এখনো হানিয়া আমির বা আসিম আজহার—কেউই আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেননি।

ব্যক্তিগত জীবনের পাশাপাশি পেশাগত জীবনেও দারুণ সময় কাটছে হানিয়া আমিরের। চলতি বছরটি তার ক্যারিয়ারের জন্য বেশ সফল। বিশেষ করে ‘সর্দার জি ৩’ সিনেমায় তার অভিনয় দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়িয়েছে।

সব মিলিয়ে প্রশ্ন একটাই—আসলেই কি হানিয়া আমিরের জীবনে বাজতে চলেছে বিয়ের সানাই, নাকি সবটাই কেবল গুঞ্জন? উত্তর জানতে আপাতত ভক্তদের অপেক্ষা করতেই হচ্ছে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top