মঙ্গলবার, ৬ জানুয়ারি ২০২৬, ২৩ পৌষ ১৪৩২

শাকিব খানের পরবর্তী রোমান্টিক সিনেমায় থাকছেন পাকিস্তানি নায়িকা হানিয়া আমির

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৫ জানুয়ারী ২০২৬, ১৬:০৭

সংগৃহীত

ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের নতুন সিনেমা নিয়ে চলেছে চমকপ্রদ আলোচনা। সম্প্রতি তার ‘প্রিয়তমা’ ছবিটি ২০২৩ সালের ঈদুল আজহার পর বিপুল সফলতা অর্জন করেছে। সিনেমাটি শুধুমাত্র বক্স অফিসে নয়, বরং দেশের সিনেমা হলগুলোতেও নতুন প্রাণ সঞ্চার করেছে।

এরপর শাকিবকে বেশিরভাগ সময় অ্যাকশন ঘরানার ছবিতে দেখা গেছে—যেমন ‘তুফান’, ‘বরবাদ’ ও ‘তাণ্ডব’। আসন্ন ‘প্রিন্স’ সিনেমাটিও মূলত অ্যাকশনধর্মী। তবে এবার শাকিব রোমান্টিক ধারার ছবিতে ফিরছেন। খবর অনুযায়ী, এই সিনেমায় তার বিপরীতে থাকবেন একজন পাকিস্তানি নায়িকা।

শাকিব খানের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা যায়, চলতি বছরই এই রোমান্টিক সিনেমার কাজ শুরু হবে। প্রাথমিকভাবে নায়িকা হিসেবে হানিয়া আমিরের নাম উঠে এসেছে। সূত্র আরও জানায়, হানিয়ার সঙ্গে শাকিবের কথাবার্তা গত আগস্ট মাসে শুরু হয়েছিল। যদিও এখনো আনুষ্ঠানিক চুক্তি হয়নি, তবে প্রাথমিক আলোচনায় শাকিব-হানিয়া জুটির সিনেমা বাস্তবায়ন বেশ নিশ্চিত বলে মনে হচ্ছে।

এদিকে, শাকিব তার ‘প্রিন্স’ সিনেমার শুটিং শিগগিরই শুরু করবেন। এতে তাকে দেখা যাবে জ্যোতির্ময়ী কুণ্ডু, তাসনিয়া ফারিণ ও সাবিলা নূরের সঙ্গে। এছাড়া তার আরেকটি সিনেমা ‘সোলজার’ও মুক্তির অপেক্ষায় রয়েছে।

শাকিব খানের এই রোমান্টিক ছবির চূড়ান্ত খবর ও নায়িকা নির্বাচনের ঘোষণা জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top