ধেয়ে আসছে জাস্টিস লিগ
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ১৯:৫৭
ধেয়ে আসছে ভয়ঙ্কর কিছু, বোঝা যাচ্ছে না কতটুকু ক্ষতি করবে, কিন্তু আন্দাজ অনুজাই এবার এমন কিছু হতে যাচ্ছে জাকে ঠেকানো শুধু মাত্র সামরিকের পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার এক ঝাঁক অসীম শক্তি ও বুদ্ধিমত্তার অধিকারই দলের।
আর এটা কারা দিতে পারে ? এ কথা চিন্তা করারা সাথে সাথে দৃশ্যমান হয় ওয়ারনার ব্রাদারস এর জাস্টিস লিগ এর কথা। এবং এরকম ই এক প্রেক্ষাপট নিয়ে সম্প্রতি মুক্তি পায় জাস্টিস লিগ স্নাইপার কাট এর চার মিনিটের ট্রেইলর।যেটা প্রকাশের সাথে সাথে লাখ লাখ ভিউ পাওয়া শুরু হয় এবং দেখা যাচ্ছে যে ডিসির
(ডিটেকটিভ কমিক্স) এর প্রতিটি কেরেক্টর লেগে পোড়ে আছে এই অনাকাঙ্ক্ষিত যুদ্ধটি জিতে পুরোপৃথিবীকে বাচাতে।
বেট ম্যান, অয়ান্ডার ওম্যান , একূয়া ম্যান, সুপারম্যান, ফ্লাশ, সাইবার এমনকি ট্রেইলরে দেখাবে জোকারকেও। কঠিন একশন- অসাধারণ সিনেমাট্রোগ্রাফি- দামি ভিজুয়াল এফেক্টস থেকে শুরু করে সব কিছুই দেখা যাচ্ছে এই ট্রেইলারে, যা কিনা একজন ডিসি ভক্তকে সিনেমা হলে টানার জন্য যথেষ্ট ।
এখন দেখার বিষয় মার্চে আসা এই সিনেমাটি দর্শকদের আশানুরূপ হয় কিনা।
এনএফ৭১/ফামি/২০২১
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।