শাহরুখ খানের পর ইতিহাসে দ্বিতীয় রেকর্ড অক্ষয় খান্নার
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৬ জানুয়ারী ২০২৬, ১৫:৩০
তিন দশকের বেশি সময় ধরে বলিউডে অভিনয় করছেন অক্ষয় খান্না। ২০২৫ সালে তার ক্যারিয়ারে এমন এক মাইলফলক গড়ে তিনি যে সফলতা অর্জন করেছেন, তা শাহরুখ খানের বাইরে আর কারো দখলে নেই।
গত বছর মুক্তিপ্রাপ্ত দুটি ছবিতে অক্ষয় খান্নার অভিনয় বাণিজ্যিক ও সমালোচনামূলক সাফল্য উভয়ই নিশ্চিত করেছে। এর মধ্যে রয়েছে লক্ষ্মণ উতেকরের ‘ছাওয়া’ এবং আদিত্য ধর পরিচালিত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’। এই দুটি ছবির মাধ্যমে এক বছরে তার সিনেমার বিশ্বব্যাপী আয় হয়েছে ২০০০ কোটি রুপি। এর ফলে তিনি দ্বিতীয় ভারতীয় অভিনেতা হিসেবে এই অর্জনে যুক্ত হন, ২০২৩ সালে শাহরুখ খান এ কীর্তি করেন।
‘ছাওয়া’ সিনেমা:
২০২৫ সালের জানুয়ারিতে মুক্তিপ্রাপ্ত ‘ছাওয়া’-তে অক্ষয় খান্না মুঘল সম্রাট আওরঙ্গজেবের চরিত্রে অভিনয় করেছেন। ভিকি কৌশল অভিনীত এই ঐতিহাসিক ছবি বিশ্বব্যাপী ৮০৯ কোটি রুপি আয় করে বছরের সর্বাধিক আয়কারী ভারতীয় সিনেমা হিসেবে জায়গা করে নেয়।
‘ধুরন্ধর’-এ গ্যাংস্টার চরিত্র:
ডিসেম্বরে মুক্তিপ্রাপ্ত স্পাই থ্রিলার ‘ধুরন্ধর’-এ অক্ষয় খান্না দেখা গেছে গ্যাংস্টার রেহমান ডাকাইতের চরিত্রে। রণবীর সিং, সঞ্জয় দত্ত, মাধবন ও অর্জুন রামপালের মতো তারকাদের মধ্যেও অক্ষয় তাঁর অভিনয় দিয়ে দর্শক ও সমালোচকদের নজর কাড়েন। পাকিস্তানসহ মধ্যপ্রাচ্যের ছয়টি দেশে ছবিটি নিষিদ্ধ হলেও ইতিবাচক প্রচারের মাধ্যমে ‘ধুরন্ধর’ বছরের সবচেয়ে সফল হিন্দি ছবিতে পরিণত হয়। বক্স অফিসে ছবিটি এখন পর্যন্ত বিশ্বব্যাপী ১২০০ কোটি রুপি আয় করেছে এবং আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
এর আগে আমির খান ‘দঙ্গল’-এর মাধ্যমে ২০০০ কোটির বেশি আয় করেছিলেন, তবে সেটা দুই বছরের সময়ে। অন্য প্যান-ইন্ডিয়া তারকা প্রভাস (‘বাহুবলী ২’) ও আল্লু অর্জুন (‘পুষ্প ২’) এই মাইলফলকের কাছাকাছি পৌঁছালেও স্পর্শ করতে পারেননি।
অক্ষয় খান্নার এই সাফল্য প্রমাণ করছে, দীর্ঘ সময় ধরে বলিউডে থাকা ও ধারাবাহিকভাবে অভিনয় করা হলে অভিনয়শিল্পীও নতুন উচ্চতায় পৌঁছাতে পারেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।