বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

প্রিয়াংকা চোপড়া জানালেন নতুন বছরের নতুন স্বপ্ন

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৩:৪৭

সংগৃহীত

বলিউডের ‘দেশি গার্ল’ প্রিয়াংকা চোপড়া নতুন বছরের শুরুতে শেয়ার করলেন নিজের নতুন স্বপ্ন ও উদ্দীপনা। মঙ্গলবার (৬ জানুয়ারি) সামাজিক মাধ্যমে একটি ভিডিও পোস্ট করে অভিনেত্রী বললেন, এবার থেকে ক্যামেরার সামনে আরও বেশি কথা বলবেন।

ভিডিওতে দেখা যায়, আকাশি রঙের বিকিনিতে সমুদ্রতটে হাঁটছেন প্রিয়াংকা। বালুকাবেলায় পায়ের ছাপ দেখাতে দেখাতে তিনি বলেন, “আমি নিজেকে বলেছিলাম—এই কাজটি আমি আরও ভালো করে করব। এটাই ২০২৬-এর আমার প্রথম কয়েকটি পদক্ষেপ, এবং এটাকেই আমি ভবিষ্যৎ মনে করছি।”

নিজের পরিবারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে প্রিয়াংকা বলেন, “আমি সত্যিই ফিরে দেখছিলাম—আমার পরিবার, আমার সুন্দর সুন্দর পদক্ষেপ সবকিছুর দিকে ফিরে তাকালাম। আমি কৃতজ্ঞ। সত্যিই সৌভাগ্যবতী। এত দ্রুত এতটা পথ দৌড়ানো এবং টিকে থাকার পর আমরা নিজেদের পিঠ চাপড়াতে ভুলে যাই। তাই আমি আজ নিজের পিঠ নিজেই চাপড়াচ্ছি।”

গোধূলিবেলায় রেকর্ড হওয়া ভিডিওতে সূর্যাস্তের দিকে তাকিয়ে প্রিয়াংকা বলেন, “ওপারে সবসময়ে আলো থাকে। শুধু লেগে থাকতে হবে এবং এগিয়ে যেতে হবে। তবে এখন আমি আমার বাড়ির দিকে ফিরছি।”

প্রিয়াংকা চোপড়ার এই বার্তা যেন নতুন বছরের শুরুতে অনুপ্রেরণা যোগাচ্ছে তার ভক্ত ও অনুসারীদের জন্য।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top