বৃহঃস্পতিবার, ৮ জানুয়ারি ২০২৬, ২৫ পৌষ ১৪৩২

নতুন ‘আঁতকা’ সিরিজে সুনেরাহর চঞ্চল রূপে অবাক আরশ খান

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৭ জানুয়ারী ২০২৬, ১৫:৫৮

সংগৃহীত

পর্দায় সাধারণত শান্ত, ধীরস্থির বা রোমান্টিক চরিত্রে দেখা যায় সুনেরাহ বিনতে কামালকে। অভিনেতা আরশ খানের সঙ্গে জুটিতেও সেই রসায়ন বারবার ফুটে উঠেছে। তবে নতুন সিরিজ ‘আঁতকা’-এর শুটিং সেটে সহকর্মী হিসেবে তার চঞ্চল বা ‘পোংটা’ দিকটি আবিষ্কার করে তিনি নিজেও অবাক হয়েছেন।

সম্প্রতি এক আড্ডায় শুটিং অভিজ্ঞতা জানাতে গিয়ে আরশ খান বলেন,

“সুনেরাহর সঙ্গে তো আমার প্রায়ই কাজ হয়। সাধারণত শান্ত, ভালোবাসার চরিত্রে তাকে দেখি। কিন্তু এই শুটিংয়ে গিয়ে বুঝলাম সে চঞ্চল বা ‘পোংটা’ চরিত্রেও দারুণ অভিনয় করতে পারে, এটা খুব মজা লেগেছে।”

সুনেরাহও চুপ থাকেননি। তিনি আরশের কাজের ধরন নিয়ে বলেন, “আরশ সেটে গিয়ে সব কিছু ভুলে শুধু অ্যাক্টিংটা করতে পারে, এটা জানতাম না। কারণ সাধারণত সে সব কিছুতে নাক গলায়।”

রাবা খানের গল্প ও আরাফাত মহসীন নিধির পরিচালনায় তৈরি এই পারিবারিক গল্পের সিরিজটি চরকিতে মুক্তি পাচ্ছে ১৪ জানুয়ারি রাত ১২টায়, যেখানে দর্শক দেখতে পাবেন আরশ ও সুনেরাহর চঞ্চল ও সিরিয়াস অভিনয়ের মিশ্র রসায়ন।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top