বউয়ের কাছে ক্ষমা চাইলেন ছোট পর্দার জোভান
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৩:০৩
সম্প্রতি একটি পডকাস্টে নিজের প্রেমজীবন নিয়ে দেওয়া মন্তব্য ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা তৈরি হলে ভিডিও বার্তায় এসে অনুতাপ ও দুঃখ প্রকাশ করেছেন ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা ফারহান আহমেদ জোভান।
ওই পডকাস্টে অংশ নিয়ে জোভান বলেন, স্বল্প সময়ের একটি সম্পর্ক ভেঙে যাওয়ার পর তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন এবং একবার মাঝরাস্তায় দাঁড়িয়ে শিশুর মতো কেঁদে ফেলেছিলেন। মন্তব্যটি প্রকাশ্যে আসার পর নেটিজেনদের মধ্যে নানা প্রতিক্রিয়া দেখা যায়।
এরপর বুধবার নিজের ফেসবুক পেজে প্রকাশিত এক ভিডিও বার্তায় জোভান জানান, পডকাস্টে বলা কথাগুলো তার নিজের অনুভূতি থেকে আসেনি। তিনি বলেন, “রিসেন্টলি একটি সাক্ষাৎকারে আমি কিছু ভুল কথা বলেছি। কথাগুলো মন থেকে বলা হয়নি, এগুলো স্ক্রিপ্টেড ছিল।”
ভিডিওতে তিনি আরও বলেন, অনুষ্ঠানে যা বলা হয়েছিল, সেটাই তিনি বলে ফেলেছেন এবং এতে তিনি সীমা অতিক্রম করেছেন। নিজের বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করে জোভান বলেন, “আমার অতটা বলা ঠিক হয়নি। আমি অনুতপ্ত এবং লজ্জিত—সমাজের কাছে এবং আমার স্ত্রীর কাছে। আশা করি, আমার বউ আমাকে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবে।”
ভিডিওতে মজার ছলে স্ত্রীকে উদ্দেশ করে কথা বলতে দেখা যায় জোভানকে। এ সময় তার হাতে একটি চিরকুটও দেখা যায়, আর পাশে বসা স্ত্রীর সঙ্গে হাস্যোজ্জ্বল মুহূর্তও ধরা পড়ে।
তবে ভিডিওটি দেখে অনেকের ধারণা, এটি মূলত কনটেন্ট তৈরির উদ্দেশ্যেই বানানো। নেটিজেনদের একটি বড় অংশ বিষয়টিকে ইতিবাচকভাবে নেয়নি। অনেকেই মন্তব্য করেছেন, ব্যক্তিগত বিষয় নিয়ে এমন নাটকীয় উপস্থাপন বিভ্রান্তিকর এবং গ্রহণযোগ্য নয়।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।