শুক্রবার, ৯ জানুয়ারি ২০২৬, ২৬ পৌষ ১৪৩২

মুক্তির আগেই রেকর্ড! উত্তর আমেরিকায় প্রভাসের ‘দ্য রাজা সাব’

বিনোদন ডেস্ক | প্রকাশিত: ৮ জানুয়ারী ২০২৬, ১৭:১০

সংগৃহীত

‘বাহুবলী’ খ্যাত তারকা প্রভাস অভিনীত বহুল প্রতীক্ষিত হরর-কমেডি সিনেমা ‘দ্য রাজা সাব’ মুক্তির আগেই রেকর্ড গড়েছে। ভারতের সবচেয়ে বড় হরর-কমেডি হিসেবে আলোচিত এই ছবিটি উত্তর আমেরিকায় অগ্রিম টিকিট বিক্রিতে চোখে পড়ার মতো সাড়া ফেলেছে।

পরিচালক মারুথি পরিচালিত সিনেমাটির উত্তর আমেরিকায় প্রি-বুকিং শুরু হয়েছে কয়েক দিন আগে। প্রাপ্ত তথ্য অনুযায়ী, যুক্তরাষ্ট্রের ৪১৯টি লোকেশনে এক হাজার ১৮০টিরও বেশি শো থেকে এখন পর্যন্ত প্রায় ২০ হাজার টিকিট বিক্রি হয়েছে। এর মাধ্যমে ছবিটির আয় দাঁড়িয়েছে প্রায় ৫ লাখ ৯০ হাজার মার্কিন ডলার। উল্লেখযোগ্যভাবে, এর মধ্যে শুধু প্রিমিয়ার শো থেকেই এসেছে প্রায় ৫ লাখ ৬২ হাজার ডলার।

শুরুর দিকে অগ্রিম বুকিংয়ের গতি কিছুটা ধীর থাকলেও সাম্প্রতিক দিনগুলোতে বিক্রির হার স্পষ্টভাবেই বেড়েছে। বিশেষ করে ৪ জানুয়ারি থেকে ৫ জানুয়ারির মধ্যে টিকিট বিক্রিতে উল্লেখযোগ্য উত্থান দেখা গেছে। সংশ্লিষ্টদের ধারণা, মুক্তির আগের বাকি তিন দিনে এই গতি আরও বাড়বে।

আগামী ৯ জানুয়ারি, সংক্রান্তি উৎসবকে সামনে রেখে প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ‘দ্য রাজা সাব’। একই সময়ে বিজয় অভিনীত একটি তামিল সিনেমা এবং চিরঞ্জীবীর নতুন ছবিও মুক্তি পাচ্ছে। তুলনামূলকভাবে প্রভাসের ছবিটির শো সংখ্যা বেশি হলেও অগ্রিম টিকিট বিক্রিতে এটি তামিল ছবিটির চেয়ে সামান্য পিছিয়ে রয়েছে।

তবে গুরুত্বপূর্ণ বিষয় হলো, প্রভাসের নিজ রাজ্যে এখনো ছবিটির অগ্রিম বুকিং শুরু হয়নি। ফলে মুক্তির পর বক্স অফিসে ‘দ্য রাজা সাব’ ঠিক কতটা প্রভাব ফেলতে পারবে—তা নিয়ে দর্শক ও বিশ্লেষকদের কৌতূহল আরও বেড়েছে।

এই সিনেমায় প্রভাসের সঙ্গে অভিনয় করেছেন মালবিকা মোহনন, নিধি আগারওয়াল, ঋদ্ধি কুমার, সঞ্জয় দত্ত ও বোমান ইরানিসহ একাধিক তারকা। এ বছর প্রভাসের আরও একটি সিনেমা মুক্তির কথা রয়েছে, যা নিয়েও ভক্তদের আগ্রহ তুঙ্গে।

 

এনএফ৭১/ওতু



বিষয়:


পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top