বিয়ের করছেন গায়িকা নিশিতা বড়ুয়া

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৩ ফেব্রুয়ারী ২০২১, ২২:২৪

নিশিতা বড়ুয়া

বিয়ের করছেন গায়িকা নিশিতা বড়ুয়া। গতকাল (২২ ফেব্রুয়ারি) হয়ে গেল তার গায়েহলুদ। আগামীকাল(২৪ফেব্রুয়ারি)হবে বিয়ে।

বর দীপংকর বড়ুয়া পেশায় একজন ব্যাংকার। ন্যাশনাল ব্যাংকে কর্মরত আছেন। নিশিতা জানান, পারিবারিকভাবেই বিয়ের সব আয়োজন হচ্ছে। এই ক্লোজআপ ওয়ান তারকা বললেন, ‌‘দুই পরিবারের পক্ষ থেকেই সব আয়োজন হয়েছে। মজার বিষয় হলো, আমাদের দুজনের বাড়িই চট্টগ্রামে। তবে কবে সেখানে যাব- তা এখনও ঠিক হয়নি।’

জানা যায়, চার বছরের পরিচয় দীপংকর ও নিশিতার। গত বছরই বিয়ের প্রস্তুতি নিয়েছিলেনতারা।কিন্তুকরোনারকারণেসেটাপিছিয়েযায়। এদিকে, গতকাল মেরুল বাড্ডায় তাইকিং চায়নিজ রেস্তোরাঁয় ছিল নিশিতার গায়েহলুদের অনুষ্ঠান। এতে উপস্থিত ছিলেন তার দীর্ঘদিনের সব সহকর্মী ও বন্ধুরা।অনুষ্ঠানেঅংশনেনসংগীতশিল্পীসাব্বিরজামান, মুহিনখান,কিশোরদাস,প্রতীকহাসান,লিজাসহঅনেকে। আরও জানা যায়, বিয়ের অনুষ্ঠানটি হবে রাজধানীর ট্রাস্ট মিলনায়তনে। এতে অংশ নেবেন দুই পরিবারের সদস্যসহ ঘনিষ্ঠ জনরা।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top