বিবাহ করলেন ছোটপর্দার অভিনেতা পার্থ শেখ
বিনোদন ডেস্ক | প্রকাশিত: ১০ জানুয়ারী ২০২৬, ১৫:৪১
শীতের মরশুমে বিয়ের রং ছড়িয়ে দিলেন ছোটপর্দার জনপ্রিয় অভিনেতা পার্থ শেখ। দীর্ঘদিন প্রেমের সম্পর্কে থাকা পার্থ ও সামিহা রহমানকে এবার যুক্ত করলেন বিবাহবন্ধনে। সামিহা কিশোরগঞ্জের সন্তান এবং ঢাকার একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা সম্পন্ন করেছেন।
বিয়ের অনুষ্ঠান বৃহস্পতিবার (৮ জানুয়ারি) রাজধানীর নিকুঞ্জের একটি কনভেনশন সেন্টারে সম্পন্ন হয়। অনুষ্ঠানে দুই পরিবারের সদস্যদের পাশাপাশি শোবিজের অনেকেই উপস্থিত ছিলেন।
মডেলিং ও অভিনয়ের মাধ্যমে বিগত দুই বছরে বেশ পরিচিতি পেয়েছেন পার্থ। নাটকে নিয়মিত অভিনয়ের পাশাপাশি তাকে ওয়েব সিরিজ ‘কারাগারে’-এ দেখা গেছে। এছাড়া পার্থ বিভিন্ন মাধ্যমে নির্মাতা হিসেবেও কাজ করছেন।
এনএফ৭১/ওতু
বিষয়:

পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।