আবারো ডিরেক্টরস গিল্ডের সভাপতি লাভলু

নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২০:১৪

সালাউদ্দিন লাভলু

টেলিভিশন নাটকের পরিচালকদের সংগঠন ‘ডিরেক্টরস গিল্ড’ এ টানা দ্বিতীয়বারের মতো সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন লাভলু। এছাড়া সাধারণ সম্পাদক পদে বিজয়ী হয়েছেন কামরুজ্জামান সাগর।
 

গেল শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত হয় সংগঠনটির ২০২১-২২ মেয়াদের নির্বাচনের ভোটগ্রহণ। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উৎসবমুখর পরিবেশে ভোট গ্রহণ চলে। এরপর শুরু হয় ভোট গণনা। এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন নাট্যব্যক্তিত্ব এস এম মহসীন। নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্বে ছিলেন নরেশ ভূঁইয়া ও মাসুম রেজা। আপিল বিভাগের দায়িত্বে ছিলেন—হাসান ইমাম, আবুল হায়াত ও মামুনুর রশীদ।


এবারের নির্বাচনে ১২টি পদে মোট ৩৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। ভোট গণনা শেষে রাত ৮টার দিকে চূড়ান্ত ফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার এস এম মহসিন। ফল ঘোষণায় জানানো হয়, নির্বাচনে ১৭০ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন সালাউদ্দিন লাভলু। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অনন্ত হীরা পান ১৪৯টি ভোট। সহ-সভাপতি পদে মাসুম আজিজ ২৬৮ ভোট, ফরিদুল হাসান ১৯৯ ভোট এবং রফিকউল্লাহ সেলিম ১৬৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।

এনএফ৭১/ফামি/২০২১




পাঠকের মন্তব্য

মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।

Top