তুলসীর গানের ১০কোটি ভিউ পার
নিউজফ্ল্যাশ৭১ ডেস্ক | প্রকাশিত: ২৭ ফেব্রুয়ারী ২০২১, ২০:৩৭
সংগীত অঙ্গনে ঝড় তুলেছেন ভারতের তুলসী কুমার। তাঁর যেকোনো গান ইউটিউবে প্রকাশের কিছু সময়ের মধ্যে লাখো ভিউ পার হয়। কণ্ঠ আর রূপমাধুরী দিয়ে সংগীতাঙ্গন মাতিয়ে রেখেছেন তুলসী। এবার একটি মাইলফলক ছুঁলো তুলসীর গাওয়া গান।
২০২০ সালের নভেম্বরে মুক্তি পেয়েছিল তুলসী কুমারের মিউজিক ভিডিও ‘তানহাই’। একাকিত্বের গল্পের সেই ভিডিওটির ভিউ ১০০ মিলিয়ন বা ১০ কোটি অতিক্রম করেছে।
‘তানহাই’ গানের মিউজিক ভিডিওতে অভিনয় করেছেন তুলসী, সঙ্গে ছিলেন জনপ্রিয় অভিনেতা জৈন ইমাম। গানটির সুর করেছেন সংগীত-যুগল সচেত-পরম্পরা। গানটির গীতিকার সৈয়দ কাদরি। ভিডিওচিত্র পরিচালনা করেছেন স্নেহা শেঠি কোহলি।
এনএফ৭১/ফামি/২০২১
বিষয়: তুলসী কুমার তানহাই
পাঠকের মন্তব্য
মন্তব্য পাঠকের একান্ত ব্যক্তিগত। এর জন্য সম্পাদক দায়ী নন।